রয়্যাল এনফিল্ডের ছুটি! দুর্ধর্ষ লুকসে পুজোর বাজার কাঁপাতে হাজির নতুন Jawa 42 এবং Yezdi Roadster

Published on:

2023 Jawa 41 & 2023 Yezdi Roaster Launched

উৎসবের মরসুম শুরু হওয়ার আগে নয়া চমক নিয়ে হাজির ক্লাসিক লেজেন্ডস (Classic Legends)। মাহিন্দ্রার অধীনস্থ সংস্থাটি তাদের Jawa ও Yezdi ব্র্যান্ডের দুই বাইক আপডেট করেছে। ডিজাইন, হার্ডওয়্যার, এবং আর্গনমিক্স আগগ্রেডের সঙ্গে লঞ্চ হয়েছে নতুন Jawa 41 ডুয়াল টোন ও 2023 Yezdi Roaster। প্রিমিয়াম ভ্যারিয়েন্টে Jawa 42 কিনতে খরচ পড়বে ১.৯৮ লাখ টাকা (এক্স-শোরুম)। আর Yezdi Roadster-এর দাম ২.০৯ লাখ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে।

জানিয়ে রাখি, পুরনো Jawa 42-এর দাম ৬,০০০ টাকা কমিয়ে ১.৮৯ লাখ টাকায় (এক্স-শোরুম) বিক্রি করবে সংস্থা। মোটরসাইকেলগুলির আপডেটেড ভার্সন তার বাজারচলতি মডেলগুলির সাথেই শোরুমে উপলব্ধ হবে। Jawa 42-এর ডুয়েল টোন কালার অপশনগুলি হল – কসমিক রক, ইনফিনিটি ব্ল্যাক, স্টারশিপ ব্লু এবং সেলেশ্চিয়াল কপার।

2023 Jawa 41 ও 2023 Yezdi Roaster: বিশেষত্ব

বাইকটির ডিজাইন হাইলাইটসের মধ্যে অন্যতম ক্লিয়ার লেন্স টার্ন ইন্ডিকেটর, ছোট ফেন্ডার, নতুন ফুয়েল ট্যাঙ্ক, ডায়মন্ড কাট অ্যালয় হুইল, ইঞ্জিনে ও এগজস্ট কম্পোনেন্ট নতুন রেভেন টেক্সচার ফিনিশ, এবং ফ্রেশ ব্যাশ প্লেট। আর্গোনমিক্স উন্নত করতে দুই বাইকেই নয়া হ্যান্ডেলবার মাউন্টেড মিরর এবং হ্যান্ডেলবার গ্রিপ উপস্থিত।

Jawa 42-র তুলনায় Yezdi Roadster-এ আরও বেশি পরিবর্তন নজরে পড়বে। সামনের দিকে ফুটপেগ আরও এগোনোর ফলে ও হ্যান্ডেলবার লম্বা হওয়ার কারণে চালাতে আরামবোধ করবেন রাইডাররা। এটিও ডায়মন্ড কাট অ্যালয় হুইল এবং ইঞ্জিন ও এগজস্ট কম্পোনেন্টে রেভেন টেক্সচার ফিনিশ সহ এসেছে। বাইকটি রাশ আওয়ার রেড, ফরেস্ট গ্রীন, লুনার হোয়াইট এবং শ্যাডো গ্রে (সিঙ্গেল-টোন) কালার অপশনে উপলব্ধ হবে।

Jawa 42 ও Yezdi Roadster-এর ইঞ্জিন পারফরম্যান্স অবশ্য অপরিবর্তিত। Jawa 42 আগের মতই ২৯৪.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিনে ছুটবে, যা থেকে সর্বোচ্চ ২৭ এইচপি ক্ষমতা এবং ২৬.৮ এনএম টর্ক উৎপন্ন হবে। অন্যদিকে Yezdi Roadster বাইকটি ছুটবে ৩৩৪ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিনে। যার আউটপুট ২৯ এইচপি ও ২৮.৯ এনএম।

সঙ্গে থাকুন ➥