Kawasaki Ninja ZX-4RR Bike India Launch Date

Kawasaki Ninja ZX-4RR: রাস্তায় আগুন ছুটবে! সবচেয়ে শক্তিশালী 400 সিসি বাইক আসছে ভারতে

Kawasaki Ninja-র নাম শুনলেই রেসিং প্রিয় রাইডারদের যেন জিভে জল আসে। এবারে সেই সমস্ত ক্রেতাদের মনে পুলক জাগিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি নতুন স্পোর্টস বাইকের টিজার প্রকাশ করল ইন্ডিয়া কাওয়াসাকি মোটর (India Kawasaki Motor)। মডেলটির নাম Kawasaki Ninja ZX-4RR। এ থেকেই বোঝা যায় যে, মোটরসাইকেলটির এদেশে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। ৪০০ সিসির এই সুপার স্পোর্টস বাইকের ফোর-সিলিন্ডার ইঞ্জিন থেকে দুর্ধর্ষ পারফর্ম্যান্স মিলবে।

Kawasaki Ninja ZX-4RR ভারতে আসবে লিমিটেড এডিশনে

Kawasaki Ninja ZX-4RR সীমিত সংখ্যায় আসবে বলে টিজারে ইঙ্গিত দেওয়া হয়েছে। এটি বিদেশ থেকে আমদানি করে এদেশে বিক্রি করবে সংস্থা। সে কারণে দাম কিছুটা বেশি হতে পারে। বাইকটির মূল আকর্ষণ ৩৯৯ সিসি, লিকুইড কুল্ড, ইনলাইন-ফোর সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ১৪,৫০০ আরপিএম গতিতে ৭৪ বিএইচপি শক্তি এবং ১৩,০০০ আরপিএম গতিতে ৩৭.৬ এনএম টর্ক উৎপন্ন হবে।

Kawasaki Ninja ZX-4RR-এর দৈহিক ওজন ১৮৯ কেজি। এতে হার্ডওয়্যার হিসেবে থাকছে প্রিলোড অ্যাডজাস্টেবল ৩৭ মিমি ইনভার্টেড ফ্রন্ট ফর্ক এবং Showa BFRC Lite মোনোশক রিয়ার সাসপেনশন। ডুয়েল চ্যানেল এবিএস সহ দু’চাকায় ডিস্ক ব্রেক থাকছে। এছাড়া ট্রাকশন কন্ট্রোল সহ আসবে এই বাইক।

Kawasaki Ninja ZX-4RR-এ উপস্থিত একটি ১৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। মাটি থেকে বাইকটির সিটের উচ্চতা ৮০০ মিমি। মজার বিষয় হচ্ছে, ভারতের বাজারে বাইকটির তেমন কোন প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে। বর্তমানে ভারতে Kawasaki Ninja ZX-4R কিনতে খরচ পড়ে ৮.৪৯ লাখ টাকা (এক্স-শোরুম)। তাই আসন্ন মডেলটির দাম ৯-৯.৫ লাখ টাকা (এক্স-শোরুম) হতে পারে বলে অনুমান করা হচ্ছে।