India’s Fastest EV Charger: ভারতের দ্রুততম ইভি চার্জার বসাল কিয়া, বৈদ্যুতিক গাড়ি চার্জ হবে চোখের নিমেষে

দক্ষিণ কোরিয়ার সংস্থা কিয়া (Kia) ভারতে আগমনের পর থেকে এদেশে গাড়ির চিরাচরিত সংজ্ঞা বদলে গিয়েছে। ফিচার থেকে স্টাইল, সবেতেই যোগ হয়েছে বিশ্বমানের প্রযুক্তি। সম্প্রতি সংস্থাটি এদেশে তাদের বিলাসবহুল ব্যাটারি পরিচালিত গাড়ি EV6 লঞ্চ করেছে। কিন্তু গাড়ি নির্বিঘ্নে চলাচলের জন্য পর্যাপ্ত মাত্রায় ইলেকট্রিক চার্জিং স্টেশনের প্রয়োজন। সেকথা বিচার করে কিয়া এবারে কেরলের কোচিতে তাদের ডিলারশিপে দ্বিতীয় চার্জিং পয়েন্টটি বসাল। যা এখন ভারতের দ্রুততম চার্জারের তকমা পেয়েছে। এর ক্যাপাসিটি ২৪০ কিলোওয়াট আওয়ার।

উল্লেখ্য, এর আগে কিয়া গুরুগ্রামের এক ডিলারশিপে তাদের প্রথম চার্জিং পয়েন্ট বসিয়েছিল। ১৫০ কিলোওয়াট আওয়ার ক্ষমতার চার্জিং পয়েন্টটি ছিল তৎকালীন দেশের ফাস্টেস্ট চার্জার। তবে এবারে আরও বেশি ক্ষমতার অর্থাৎ ২৪০ কিলোওয়াট আওয়ার চার্জার বসানোর ফলে, এটি এখন দেশের দ্রুততম চার্জারে পরিণত হয়েছে। আগামিতে দেশের ১২টি শহরে ১৫টির বেশি ১৫০ কিলোওয়াট চার্জার বসানোর পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থা।

ভারতের চার্জিং পরিকাঠামো উন্নয়নের পদক্ষেপ হিসেবে কিয়া অন্যান্য সংস্থার বৈদ্যুতিক গাড়িকেও তাদের চার্জিং স্টেশন থেকে পরিষেবা দেবে বলে জানিয়েছে। এই প্রসঙ্গে সংস্থার প্রধান ব্যবসা আধিকারিক মিয়ুঙ্গ-সিক সোহন বলেন, “কিয়া ইন্ডিয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। কারণ আমরা এদেশে বৈদ্যুতিক গাড়ির পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি জারি রেখেছি। একই সাথে ভারতে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বৃদ্ধিতে অংশ নিচ্ছি।”

সোহন আরও বলেন, “ভারতে আমাদের বৈদ্যুতিক গাড়ির যাত্রা এখানেই শেষ নয়। এমনকি এদেশে আমাদের ডিলারশিপগুলিতে আরও বেশি সংখ্যক চার্জিং স্টেশন বসানোর প্রক্রিয়া চালাচ্ছি। যাতে চার্জিং সময় এবং রেঞ্জের বিষয়ে গ্রাহকদের উদ্বেগ কমানো যায়।” প্রসঙ্গত, EV6 গাড়িটি বিদেশ থেকে আমদানি করে ভারতে বিক্রির কথা জানিয়েছিল কিয়া। প্রাথমিক পর্যায়ে ১০০টি মডেল আনা হয়েছিল যাদের রেঞ্জ ৫২৬ কিমি। তবে এই সবকটি মডেলই বুকিং হয়ে গিয়েছে। এরপরেও যারা বুকিং করেছেন তাদের গাড়ি ডেলিভারি পেতে সামনের বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অন্যদিকে, কিয়ার মূল ব্র্যান্ড Hyundai ভারতে EV6-এর চেয়ে কমদামী মডেল Ioniq 5 লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিয়া ও হুন্ডাই এদেশে ২০২৪-এর মধ্যে ছ’টি নতুন বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসার পরিকল্পনা করছে। যার মধ্যে থাকতে পারে Kona facelift ও e-Niro ইলেকট্রিক ক্রসওভার ।