Categories: Automobile

100 কিমি মাত্র 10 টাকায় ! নস্টালজিয়া উস্কে লঞ্চ হল Kinetic E-Luna, স্প্লেন্ডারের থেকেও কম দাম

নব্বইয়ের দশকে ভারতের রাস্তায় দাপিয়ে বেড়ানো কাইনেটিক (Kinetic) সংস্থার তৈরি লুনা (Luna) মোপেডের কদর বহুজনের কাছে আজও সমান। সে সময় এই দু’চাকা গাড়িটিতে শব্দ সৃষ্টিকারী ইঞ্জিন থাকলেও এবার দৌড়বে নিঃশব্দে। কারণ দীর্ঘ ২৩ বছর পর ইলেকট্রিক অবতারে ধুমধাম করে ভারতের বাজারে কামব্যাক করেছে এটি। নতুন নাম E-Luna। মিলবে দুই ভ্যারিয়েন্টে – X1 ট্রিম ও X2 ট্রিম। কাইনেটিক গ্রীন (Kinetic Green) এদের দাম যথাক্রমে ৬৯,৯৯০ টাকা ও ৭৪,৯৯০ টাকা (এক্স-শোরুম) রেখেছে। ই-মোপেড হিসেবে যা বেশ সস্তা বলা যায়।

Kinetic E-Luna ভারতে লঞ্চ হল

নতুন Kinetic E-Luna সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে। আমজনতার জন্য তৈরি এই মোপেড যাতে বেশি সংখ্যক ক্রেতার হাতের নাগালে পৌঁছায়, সে কথা বিবেচনা করে কম দাম রাখা হয়েছে। ডুয়েল টিউবুলার উচ্চ ক্ষমতার স্টিল চ্যাসিসের উপর ভর করে ছুটবে ই-লুনা। ফলে যে কোনো ধরনের রাস্তায় সাবলীলভাবে এগিয়ে চলতে পারবে। ব্যক্তিগত দরকারে হোক বা বাণিজ্যিক – উভয় ক্ষেত্রেই ব্যবহারের উপযোগী এটি। ডিজাইন নব্বইয়ের দশকের স্মৃতি ফেরাবে।

প্রয়োজনে যাতে পণ্য বহন করা যায় সেজন্য ইলেকট্রিক লুনার পেছনের সিট খোলার ব্যবস্থা রয়েছে। কোম্পানি জানিয়েছে এটি ১৫০ কেজি ওজন নিয়ে দৌড়াতে সক্ষম। এগিয়ে চলার শক্তি জোগাতে এতে উপস্থিত একটি ২ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক, যা সম্পূর্ণ চার্জে ১১০ কিলোমিটার (পরীক্ষিত রেঞ্জ) পথ ছুটতে পারবে বলে দাবি কাইনেটিক গ্রীনের। পরবর্তীতে ১.৭ এবং ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক অপশনও লঞ্চের প্ল্যান করছে সংস্থা। সবচেয়ে শক্তিশালী ৩ কিলোওয়াট আওয়ার মডেলটি ফুল চার্জে ১৫০ কিলোমিটার পথ ছুটতে পারবে।

ছোট শহরের পাশাপাশি গ্রামের দিকে লুনা বেশ জনপ্রিয় হবে বলে মনে করছে সংস্থা। এটি পাঁচটি রঙের বিকল্পে পাওয়া যায় – লাল, নীল, হলুদ, সবুজ এবং কালো। বডি প্যানেলগুলি সম্পূর্ণ-কালো, শুধুমাত্র শরীর জুড়ে থাকা পাতলা ধাতব টিউবে ভিন্ন ভিন্ন রং দেখা যাবে।। ১ কিমি চালতে মাত্র ১০ পয়সার বিদ্যুৎ খরচ হবে বলে দাবি সংস্থার। বুক করতে মাত্র ৫০০ টাকা লাগবে। এটি অনলাইনে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকেও কেনা যাবে। আবার কেবল ২,০০০ টাকার মাসিক কিস্তিতেও বাড়ি আনা যাবে।

কাইনেটিক ই-লুনা ২.২ কিলোওয়াট বিএলডিসি হাব মোটরের সঙ্গে এসেছে। যা প্রতি ঘন্টায় ৫০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে সাহায্য করবে। কোম্পানি সূত্রে জানানো হয়েছে, ব্যাটারি, মোটর ও কন্ট্রোলার প্রতিটিই IP67 রেটিং প্রাপ্ত, তাই নির্দিষ্ট সময পর্যন্ত জলের মধ্যে থাকলেও ক্ষতি হবে না। ব্যাটারি চার ঘন্টার মধ্যে পুরো চার্জ হয়ে যাবে।

ছিমছাম চেহারা হলেও লুনা ইলেকট্রিক ফিচার্সে খুব একটা পিছিয়ে নেই। রিয়েল টাইম DTE ইন্ডিকেটর সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে এতে। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে কম্বি ব্রেকিং, ইউএসবি চার্জিং পোর্ট, তিনটি রাইডিং মোড এবং সাইড স্ট্যান্ড সেন্সর। টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ১৬ ইঞ্চি ওয়্যার স্পোক হুইলে ভর করে ছুটবে Kinetic E-Luna।

Subhadip Dasgupta

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

11 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago