টাটার হাত ধরল কলকাতা পুরসভা, ইলেকট্রিক ভেহিকেলের চার্জিং স্টেশন গড়তে উদ্যোগ

এখন মুম্বাই, দিল্লি কিংবা বেঙ্গালুরুর মতো জনবহুল শহরগুলি বৈদ্যুতিক যানবাহনের অন্যতম পীঠস্থান হয়ে উঠতে পেরেছে। সে তুলনায় আরেক মেট্রো শহর তথা দেশের সংস্কৃতির রাজধানী হাসাবে…

এখন মুম্বাই, দিল্লি কিংবা বেঙ্গালুরুর মতো জনবহুল শহরগুলি বৈদ্যুতিক যানবাহনের অন্যতম পীঠস্থান হয়ে উঠতে পেরেছে। সে তুলনায় আরেক মেট্রো শহর তথা দেশের সংস্কৃতির রাজধানী হাসাবে পরিচিত, কলকাতা খানিকটা পিছিয়ে। ব্যাটারি চালিত গাড়ি আপন করে নিতে আপামর কলকাতাবাসি খানিকটা ধীরে চলো নীতি গ্রহণ করেছে। তবে এই পরিস্থিতির দ্রুত বদল করতে তৎপর প্রশাসন। আগামী দিনে শহর জুড়ে ৪০টি ইভি চার্জিং স্টেশন বসাতে টাটা পাওয়ারের সঙ্গে হাত মেলাবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বা কেএমসি (KMC)।

কলকাতা কেন্দ্রিক সংস্থা Snap-E ইতিমধ্যেই তিলোত্তমার বিভিন্ন স্থানে মোট ১২ টি ইলেকট্রিক ভেইকেল চার্জিং স্টেশন স্থাপন করেছে। সেই কাজকেই ত্বরান্বিত করবে এই নতুন উদ্যোগ। গত বৃহস্পতিবার কলকাতা পুরসভার মেয়রের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে মুম্বাইয়ের সংস্থাটির সঙ্গে বৈদ্যুতিক যানবাহন চার্জ দেওয়ার স্টেশন বসানোর ব্যাপারে গাঁটছড়া বাধার বিষয়টি স্থির করা হয়। চলতি মাসেই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অধিবেশনে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

টাটা পাওয়ার এবং কেএমসি এর মধ্যে চুক্তি অনুযায়ী সংস্থাটিকে ইভি চার্জিং স্টেশন স্থাপন করার জন্য পর্যাপ্ত জায়গা কিংবা পার্কিং লট প্রদান করা হবে। কলকাতা পৌরসভার কার পার্কিং বিভাগের এক আধিকারিক বলেন, তাদের হাতে থাকা পার্কিং লটে উপযুক্ত স্থান নির্বাচন করার কাজ ইতিমধ্যেই চালু রয়েছে। টাটা পাওয়ারকে ইভি চার্জিং স্টেশন তৈরি করার জন্য অতি দ্রুত এই জায়গাগুলি হস্তান্তর করা হবে।

টাটা গোষ্ঠীর শাখা সংস্থা টাটা পাওয়ার এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যে চুক্তি অনুযায়ী গাড়ির মালিকের কাছ থেকে চার্জ দেওয়ার খরচ বাবদ প্রতি কিলোওয়াট ইউনিট প্রতি ১২-১৫ টাকা ধার্য করা হবে। এর মধ্য থেকে ইউনিট পিছু ১.২ টাকা পাবে কেএমসি।

ওই আধিকারিক আরও বলেন, ৪০টি চার্জিং স্টেশন তৈরি করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলি রবীন্দ্র সরণী, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এজেসি বোস রোড, রফি আহমেদ কিদাই রোড, সিআইটি রোড, কিড স্ট্রিট, রবীন্দ্র সরোবর এবং গার্ডেনরিচ সংলগ্ন পাহাড়পুর রোড এই সমস্ত অঞ্চলে স্থাপন করা হবে। ইলেকট্রিক গাড়ি চালকদের অতি সহজেই এই চার্জিং স্টেশনগুলি খুঁজে পাওয়ার জন্যই এই গুরুত্বপূর্ণ স্থানগুলি নির্বাচন করা হয়েছে।

টাটা পাওয়ারের মুখ্য জনসংযোগ আধিকারিক বিবৃতি প্রকাশ করে জানান, “কলকাতায় ইভি চার্জিং স্টেশন তৈরি করার উদ্দেশ্যে কেএমসির সঙ্গে আলোচনায় বসেছি আমরা। এই শহর জুড়ে আমাদের উপস্থিতি বৃদ্ধি করার জন্য আমরা যথেষ্ট উচ্ছ্বসিত। সারাদেশকে সাবলীল ভাবে গ্রীন মবিলিটির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকম সাহায্য করতে আমরা প্রস্তুত।'”

প্রসঙ্গত, ভারতের মোট ৪৫০টি শহরে ৩,০০০ এর বেশি পাবলিক এবং সেমি পাবলিক চার্জিং পয়েন্ট ইতিমধ্যেই ইন্সটল করেছে টাটা পাওয়ার। এমনকি ব্যাটারি চালিত গাড়ি উৎপাদনকারী বিভিন্ন অটোমোবাইল সংস্থার সঙ্গেও হাত মিলিয়ে কাজ করছে তারা।