স্টাইল-ফিচার্সে দেবে দশ গোল! KTM Duke এর ঘুম কাড়তে হাজির ধুমধাড়াক্কা বাইক

১২৫ সিসির প্রিমিয়াম বাইকের দুনিয়ায় দীর্ঘ কয়েক বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছে KTM 125 Duke। পারফরম্যান্স কিংবা ডিজাইন অথবা বিশ্বমানের যন্ত্রাংশ বাইকপ্রেমীদের মুগ্ধ করার অন্যতম কারণ।…

১২৫ সিসির প্রিমিয়াম বাইকের দুনিয়ায় দীর্ঘ কয়েক বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছে KTM 125 Duke। পারফরম্যান্স কিংবা ডিজাইন অথবা বিশ্বমানের যন্ত্রাংশ বাইকপ্রেমীদের মুগ্ধ করার অন্যতম কারণ। তবে এবার কেটিএম-এর এই বাইকটির জনপ্রিয়তায় ভাগ বসাতে আসরে ইতালির নামকরা বাইক নির্মাতা Fantic। তারা আন্তর্জাতিক বাজারে সম্প্রতি Stealth 125 নামে স্পোর্টি ডিজাইনের স্টাইলিশ মোটরসাইকেল উন্মোচন করেছে।

Fantic Stealth 125: ইঞ্জিন ও ডিজাইন

বাইকটিতে রয়েছে ১২৫ সিসির Minarelli ইঞ্জিন। সঙ্গে রয়েছে ছয় ধাপ যুক্ত গিয়ার বক্স এবং স্লিপার ক্লাচ। স্টিলের তৈরি ট্রাস ফ্রেমের উপর নির্মিত Stealth 125-এর সামনের দিকে রয়েছে চোখ ধাঁধানো এলইডি হেডল্যাম্প, স্প্লিট সিট সেটআপ এবং স্ট্রাইকিং গ্রে ও লাইন ইয়োলো রংয়ের সংমিশ্রণ। এগজস্ট সিস্টেম নিচের দিকেই লাগানো থাকায় ডিজাইনে অন্য মাত্রা এসেছে।

Fantic Stealth 125: সাসনশন, ব্রেক ও ফিচার

সাসপেনশনের দায়িত্ব সামলানোর জন্য সামনের দিকে ইউএসডি ফর্ক এবং পিছনের দিকে রয়েছে মনোশক। উভয় চাকাতেই ডিস্ক ব্রেক সহ স্ট্যান্ডার্ড হিসাবে এবিএস বিদ্যমান। এমনকি অপশনাল ফিচার হিসাবে কর্নারিং এবিএস থাকছে এতে। পাশাপাশি আধুনিক ফিচার্সের মধ্যে এলইডি লাইটিং, ৫ ইঞ্চির টিএফটি স্ক্রিন, এবং ব্লুটুটের মাধ্যমে স্মার্টফোন কানেক্টিভিটি উল্লেখযোগ্য।

এখন প্রশ্ন হচ্ছে, Fantic Stealth 125 ভারতে পা রাখবে কবে? এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী Stealth 125-এর ভারতে আসার বিষয়ে কোনো সবুজ সংকেত মেলেনি। তবে মন খারাপ করার দরকার নেই। এই সেগমেন্টে KTM 125 Duke ও Yamaha MT-15 এর মতো দুর্দান্ত মডেল পাবেন আপনি।