KTM Bike: পয়লা বৈশাখে 58,000 টাকা সস্তা হল এই বাইক, কিনতে শোরুমে ছুটছেন তো?

বাংলা নববর্ষে সুখবর নিয়ে হাজির হল দেশের তরুণ প্রজন্মের অন্যতম পছন্দের টু-হুইলার ব্র্যান্ড কেটিএম (KTM)। সংস্থার তরফে জনপ্রিয় 390 Adventure বাইকের X ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। যা কিনতে খরচ হবে ২.৮০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ফলে নতুন KTM 390 Adventure X তার স্টান্ডার্ড ভার্সনের তুলনায় ৫৮,০০০ টাকা সস্তায় উপলব্ধ হয়েছে। সাশ্রয়ী মূল্য ধার্য করার জন্য X ভ্যারিয়েন্ট থেকে বাদ পড়েছে বেশ কিছু ইলেকট্রনিক্স ফিচার্স।

KTM 390 Adventure X : ফিচার্স

KTM 390 Adventure X-এর ফিচারের তালিকায় উপস্থিত ফুল এলইডি লাইটিং, অফ-রোড মোড সমেত ডুয়েল চ্যানেল এবিএস, স্লিপার ক্লাচ এবং ১২ ভোল্ট ইউএসবি সকেট। তবে মোটরসাইকেলটি থেকে ব্লুটুথ কানেক্টিভিটি সহ টিএফটি ডিসপ্লে সরিয়ে নিয়ে এলসিডি স্ক্রিন যুক্ত হয়েছে। আবার বাইকটির বৈশিষ্ট্যের তালিকা থেকে বাদ পড়েছে ট্রাকশন কন্ট্রোল, বিভিন্ন রাইডিং মোড, কর্নারিং এবিএস, রাইড-বাই-ওয়্যার থ্রটেল এবং কুইকশিফ্টার।

KTM 390 Adventure X : ইঞ্জিন

কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার এক্স-এ উপস্থিত একটি ৩৭৩.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড-কুল্ড ইঞ্জিন। যা থেকে ৯,০০০ আরপিএম গতিতে ৪২.৯ বিএইচপি শক্তি এবং ৭,০০০ আরপিএম গতিতে ৩৭ এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরের সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স।

KTM 390 Adventure X : হার্ডওয়্যার

কারিগরি বৈশিষ্ট্য হিসেবে বাইকটির সামনে ৪৩ মিমি ইউএসডি ফর্ক এবং পেছনে মোনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। আবার ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে এতে উপস্থিত ৩২০ মিমি ফ্রন্ট এবং ২৩০ মিমি রিয়ার সিঙ্গেল ডিস্ক ব্রেক। স্ট্যান্ডার্ড মডেলটির মত এতেও রয়েছে একটি ১৪.৫ লিটার ফুয়েল ট্যাঙ্ক। বাইকটির কার্ব ওয়েট ১৭৭ কেজি।

নতুন KTM 390 Adventure X-এর প্রতিপক্ষ হিসাবে রয়েছে BNW G 310 GS। কেটিএম-এর এই বাইকটি KTM 250 Adventure-এর চাইতে ৩৬,০০০ টাকা দামি। এদিকে বর্তমানে 390 Adventure-এর স্পোক হুইল ভার্সনের উপর কাজ করছে কেটিএম। শীঘ্রই এ বিষয়ে অফিশিয়ালি ঘোষণা আসতে পারে।