Lectrix ECity Zip: 1 কিমি যেতে খরচ মাত্র 0.12 পয়সা! মজা নয়, এই স্কুটার না দেখলে বিশ্বাসই হবে না

দূষণমুক্ত পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে ইলেকট্রিক টু হুইলার নির্মাতা লেকট্রিক্স (Lectrix) ইতিমধ্যেই দেশের রাস্তায় একাধিক মডেল নামিয়েছে। ভারতের বৈদ্যুতিক টু হুইলারের দুনিয়ায় গগনচুম্বী চাহিদা মেটাতে…

দূষণমুক্ত পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে ইলেকট্রিক টু হুইলার নির্মাতা লেকট্রিক্স (Lectrix) ইতিমধ্যেই দেশের রাস্তায় একাধিক মডেল নামিয়েছে। ভারতের বৈদ্যুতিক টু হুইলারের দুনিয়ায় গগনচুম্বী চাহিদা মেটাতে তারা আরও একটি নতুন মডেল লঞ্চ করল। Lectrix ECity Zip নামের মডার্ন ডিজাইনের ইলেকট্রিক স্কুটারটি প্রত্যহ চলাচলের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রে অর্থাৎ হোম ডেলিভারির জন্যও উপযোগী।

Lectrix ECity Zip : ডিজাইন ও লুক

টেকসই ডিজাইনের Lectrix ECity Zip দেখতে খুব ছিমছম এবং বডি প্যানেলে রাগেড লুকস সুস্পষ্ট। এই ইলেকট্রিক স্কুটারে ১৬৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাওয়া যাবে। চালক বাদেও ১৫৫ থেকে ১৭০ কেজি পর্যন্ত ওজন বহনে সক্ষম। তাই নিত্যদিন দীর্ঘ পথ চলাচলের প্রয়োজনীয়তা মেটাতে এটির জুড়ি মেলা ভাড়।

Lectrix ECity Zip-এ দেওয়া হয়েছে কম্প্রিহেনসিভ ফুল এলইডি লাইটিং সেটআপ এবং অ্যাডভান্সড মাল্টি ফাংশন ডিজিটাল ডিসপ্লে সিস্টেম। চালক নিজের পছন্দ মতো বিভিন্ন রাইডিং মোড বেছে নিতে পারবেন। এগুলি হল – ইকো ও পাওয়ার। আরামদায়ক রাইডিং পজিশন, কম্বি ব্রেকিং সিস্টেম এবং বেশ কিছু আপমার্কেট ফিচার সমেত হাজির হয়েছে স্কুটারটি।

Lectrix ECity Zip : ফিচার্স ও স্পেসিফিকেশন

ECity Zip-এর ইকো ও পাওয়ার মোডের প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ যথাক্রমে ৩৫ কিলোমিটার ও ৪৫ কিলোমিটার। এবং রেঞ্জ যথাক্রমে ৭৫ কিলোমিটার ও ৫০ কিলোমিটার। ০-২৫ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে সময় নেবে ৫ সেকেন্ড। ৪৮ ভোল্ট ফাস্ট চার্জারের সাথে উপলব্ধ স্কুটারটি। প্রতি কিমি চালাতে ০.১২ পয়সার বিদ্যুৎ খরচ হবে বলে দাবি প্রস্তুতকারী সংস্থার।

ব্যাটারির ক্ষমতা ২ কিলোওয়াট আওয়ার। বাড়িতে ৭.৫ অ্যাম্পিয়ার চার্জার দ্বারা সম্পূর্ণ চার্জ করাতে ৪-৫ ঘন্টা সময় লাগবে। মিড-স্পিড স্কুটারটিতে ফিচার হিসেবে উপস্থিত মোবাইল অ্যাপ কানেক্টিভিটি, মাল্টি ফাংশন ডিজিটাল ডিসপ্লে সিস্টেম, অল এলইডি লাইটিং, ড্রাম ও ডিস্ক ব্রেক কনফিগারেশন।

Lectrix ECity Zip : দাম

Lectrix ECity Zip ইলেকট্রিক স্কুটারটির দাম ১,১৫,০০০ টাকা রাখা হয়েছে। আকর্ষণীয় মাসিক কিস্তির বিকল্পে এটি ক্রেতাদের বাড়ি নিয়ে আসার সুযোগ দিচ্ছে কোম্পানি। মোট পাঁচটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে স্কুটারটি। যেমন – ইলেকট্রিক রেড, মুডি অরেঞ্জ, নিওন গ্রীন, জিঙ্গ ব্ল্যাক ও জেন হোয়াইট।