2024 Yamaha Ray ZR 125 launched Europe

Yamaha-র নয়া চমক, ভারতে তৈরি দুর্দান্ত স্কুটার লঞ্চ করল এই দেশে, ওজন মাত্র 98 কেজি

কবি অতুলপ্রসাদ সেন বলে গিয়েছিলেন “ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে।” বহুকাল আগে দাঁড়িয়ে তাঁর এই ভবিষ্যৎবাণী যেন আজ অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ গোলার্ধে পা রেখেছে ভারত। সরকারের “মেক ইন ইন্ডিয়া” প্রকল্প এগোচ্ছে তর তর করে। বিভিন্ন বিদেশী সংস্থা দেশের মাটিতে পণ্য উৎপাদনে আগ্রহ দেখাচ্ছে। জাপানের Yamaha ভারতে নির্মিত টু-হুইলার বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে। এবার তারা মেড-ইন-ইন্ডিয়া Yamaha Ray ZR 125 স্কুটারটি ইউরোপে লঞ্চ করেছে।

ভারতে তৈরি Yamaha Ray ZR 125 ইউরোপে লঞ্চ হল

২০২১ সালে ভারতে পা রেখেছিল হালকা ওজনের এবং মন মাতানো ডিজাইন ও পারফরম্যান্স সমৃদ্ধ ইয়ামাহার এই স্কুটার। তামিলনাড়ুর উৎপাদন কেন্দ্র থেকে Ray ZR 125 সরাসরি পৌঁছে গিয়েছে ইউরোপে ইয়ামাহার ডিলারদের কাছে। স্টাইলিশ এন্ট্রি লেভেল স্কুটার হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে Yamaha Ray ZR 125। চালানোর সহজলভ্যতা এবং স্বল্প জ্বালানি খরচ এই দুই স্তম্ভের উপর দাঁড়িয়ে এই স্কুটার। চলুন জেনে নিই এই স্কুটারের খুঁটিনাটি।

Yamaha Ray ZR 125: ইঞ্জিন স্পেসিফিকেশন

Yamaha Ray ZR 125-এর ইউরোপীয় ভার্সনের ওজন ৯৮ কেজি। ভারতীয় মডেলের তুলনায় যা ১ কেজি কম। যদিও দুই দেশেই স্কুটারটির স্টাইল এবং পারফরম্যান্স অপরিবর্তিত রাখা হয়েছে। ১২৫ সিসির এয়ার কুল্ড ইঞ্জিন ৬৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৮ বিএইচপি এবং ৫০০০ আরপিএম গতিতে সর্বাধিক ৯.৭ এনএম টর্ক জেনারেট করতে পারে। যেখানে ভারতীয় মডেলটি থেকে ১০.৩ এনএম টর্ক পাওয়া যায়।

Yamaha Ray ZR 125: ফিচার্স

রাস্তায় চালার সময় দ্রুত গতিবেগ অর্জন করা হোক কিংবা খাড়া রাস্তায় সহজে ওঠা, দুই ক্ষেত্রেই চালক সাহায্য পান ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যাসিস্ট সিস্টেমের। আবার জ্বালানি সাশ্রয় ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে স্টার্ট এবং স্টপ সিস্টেম সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি এলইডি লাইটিং, এলসিডি ডিজিটাল ডিসপ্লে, স্টার্ট বোতাম এবং সুরক্ষা ব্যবস্থা হিসাবে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এতে।

Yamaha Ray ZR 125-এর বুটের আয়তন ২১ লিটার। পা রাখার চওড়া জায়গা এবং অতিরিক্ত ব্যাগ নেওয়ার জন্য হুকের বন্দোবস্ত রয়েছে। ইয়ামাহার এই স্কুটার ইউরোপে ম্যাট রেড এবং মিডনাইট ব্ল্যাক কালার স্কিমে উপলব্ধ। ভারতে কিন্তু আরও বেশি কালার অপশন দেখতে পাওয়া যায়।