ডিসকাউন্ট প্রায় 2 লাখ টাকা, দিওয়ালিতে বাম্পার অফারে কিনে নিন এই গাড়ি

দেশ জুড়ে দিওয়ালির প্রস্তুতি জোরকদমে চলছে। সাথে বিভিন্ন পণ্যের কেনাকাটাও বাড়ছে পাল্লা দিয়ে। তবে এই সময় সোনা-রুপার বিভিন্ন অলঙ্কারের পর মানুষ সবচেয়ে বেশি যানবাহন কিনে…

দেশ জুড়ে দিওয়ালির প্রস্তুতি জোরকদমে চলছে। সাথে বিভিন্ন পণ্যের কেনাকাটাও বাড়ছে পাল্লা দিয়ে। তবে এই সময় সোনা-রুপার বিভিন্ন অলঙ্কারের পর মানুষ সবচেয়ে বেশি যানবাহন কিনে থাকে। তাই দিওয়ালির আগে নানান গাড়ি সংস্থা আকর্ষণীয় ছাড় তাদের হরেক মডেল নিয়ে হাজির হয়। এবারেও যার অন্যথা হয়নি। যার মধ্যে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন কোম্পানি। যারা তাদের এসইউভি (SUV) মডেলে অবাক করা ছাড়ের ঘোষণা করেছে। কয়েকটি মডেলে ডিসকাউন্টের পরিমাণ দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। তবে এক্ষেত্রে বিশেষ ভাবে মনে রাখতে হবে, ডিলারশিপ এবং মডেল ও ভ্যারিয়েন্ট ভেদে ছাড়ের পরিমাণ আলাদা হতে পারে। তাই গাড়ি কেনার আগে নিকটবর্তী শোরুম থেকে অবশ্যই ছাড়ের ব্যাপারে নিশ্চিত হওয়ার পরামর্শ রইল আমাদের তরফে। আসুন ছাড় সমেত এসইউভি গাড়িগুলি দেখে নেওয়া যাক।

Mahindra Alturas G4

Alturas G4 যেমন মাহিন্দ্রার বৃহত্তম এসইউভি গাড়ি, তেমন এতে ডিসকাউন্টের পরিমাণটিও সবচেয়ে বেশি। বর্তমানে ২ লাখ টাকা পর্যন্ত বেনিফিট সহ কেনা যাচ্ছে গাড়িটি। তবে এটি Alturas G4-এর টপ-এন্ড মডেলে। এর বাকি ভ্যারিয়েন্টগুলিতেও রয়েছে লোভনীয় আর্থিক ছাড়। দিওয়ালির আগে সম্ভবত এই মডেলটিতেই সবচেয়ে বেশি ছাড় পাওয়া যাচ্ছে। এসইউভি-টিতে রয়েছে ২.২০ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, ২০,০০০ দামের ফ্রি অ্যাক্সেসরিজ, ৫,০০০ টাকার এক্সচেঞ্জ বেনিফিট এবং ১১,৫০০ টাকা পর্যন্ত কর্পোরেট ডিসকাউন্ট।

Volkswagen Taigun

জার্মান সংস্থা ফোক্সভাগেনের কম্প্যাক্ট এসইউভি Taigun-এ লোভনীয় ছাড় পাওয়া যাচ্ছে। গাড়িটির সবচেয়ে দামী ভ্যারিয়েন্ট সর্বোচ্চ ৮০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্টে উপলব্ধ। তবে অন্যান্য বেনিফিটগুলির বিষয়ে কিছু জানা যায়নি।

Nissan Kicks

দিওয়ালির আগে নিসান তাদের কম্প্যাক্ট এসইউভি Kicks-এ সর্বাধিক ৬০,০০০ টাকা পর্যন্ত ক্যাশ বেনিফিট দিচ্ছে। এটি টার্বোচার্জড ভ্যারিয়েন্টের। যার মধ্যে রয়েছে ৩০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, ২১,০০০ টাকার ক্যাশ বেনিফিট এবং ১০,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। আবার যারা মাসিক কিস্তিতে কিনবেন তাঁদের জন্য ৭ শতাংশের কমে সুদের হারে লোনের বন্দোবস্ত করে রাখা হয়েছে।