Mahindra BE.05: এক চার্জেই 450 কিমি দূরের গন্তব্যে পৌঁছে দেবে, মাহিন্দ্রার নয়া e-SUV দেশে পা রাখল

মানুষের বৈদ্যুতিক গাড়ি কেনার ক্রমবর্ধমান প্রবণতার মুহূর্তে প্রায় সকল সংস্থাই নিজেদের সম্ভার বাড়াতে বদ্ধপরিকর।...
SUMAN 10 Jun 2023 6:16 PM IST

মানুষের বৈদ্যুতিক গাড়ি কেনার ক্রমবর্ধমান প্রবণতার মুহূর্তে প্রায় সকল সংস্থাই নিজেদের সম্ভার বাড়াতে বদ্ধপরিকর। ব্যাতিক্রমী নয় ভারতের এসইউভি (SUV) স্পেশালিস্ট মাহিন্দ্রা (Mahindra)। গত বছর পাঁচটি নতুন ইলেকট্রিক এসইউভির কনসেপ্ট মডেলের প্রদর্শন করেছিল তারা। যার মধ্যে একটি হল BE.05। এবারে চেন্নাইয়ের রাস্তায় টেস্টিং চলাকালীন প্রথমবার গাড়িটির দর্শন পাওয়া গেল। যা দেখে অনুমান করা হচ্ছে, বর্ন ইলেকট্রিক বা বিই (BE) সিরিজের প্রথম ফ্ল্যাগশিপ ইলেকট্রিক এসইউভি হিসেবে দেশে আসতে পারে গাড়িটি।

Mahindra BE.05 EV: ডাইমেনশন ও ডিজাইন

এ বছর জানুয়ারিতে মাহিন্দ্রা তাদের প্রথম বৈদ্যুতিক এসইউভি XUV400 EV লঞ্চ করেছিল। এর পরবর্তী মডেল হতে পারে BE.05। যেটি দৈর্ঘ্যে ৪,৩০০ মিমি এবং এর হুইলবেস ২,৭৭৫ মিমি। ২০২২-এর আগস্টে গাড়িটির কনসেপ্ট মডেল আত্মপ্রকাশ করেছিল। নতুন INGLO প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে দ্বিতীয় পর্যায়ের ADAS টেকনোলজি সহ আসছে এটি।

Mahindra BE.05-এর দর্শন পাওয়া মডেলটির সাথে কনসেপ্ট ভার্সনের অনেকাংশেই মিল নজর করা গেছে। এতে উপস্থিত সিগনেচার এলইডি লাইটিং, ভিন্ন দর্শনের হুইল। আবার রিয়ার ভিউ ক্যামেরার বদলে দেওয়া হয়েছে ORVM। ক্যুপ মডেলের এসইউভি-টিতে রয়েছে C-আকৃতির টেলল্যাম্প ও শক্তভাবে ডিজাইন করা বাম্পার।

Mahindra BE.05 EV : পাওয়ারট্রেন ও ইন্টেরিয়ার

BE.05 EV-এ থাকততে পারে ৬০-৮০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। এটি ১৭৫ কিলোওয়াট র‍্যাপিড চার্জার দ্বারা ব্যাটারি ৩০ মিনিটে ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে। মাহিন্দ্রা সূত্রে দাবি, ৮০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি মডেলটি ফুল চার্জে ৪৩৫-৪৫০ কিলোমিটার রেঞ্জ প্রদান করতে সক্ষম হবে।

Mahindra BE.05 EV-এর অন্দরমহলে থাকছে দুটি বৃহৎ টাচস্ক্রিন, স্টাইলিশ টু-স্পোক স্টিয়ারিং হুইল, রোটারি কন্ট্রোল ডায়াল, এয়ারক্রাফ্ট স্তাইলের বড় গিয়ার সিলেক্টার, লাক্সারি আপহোলস্টেরি এবং সফ্ট টাচ-সার্ফেস। প্রসঙ্গত, সংস্থা তাদেহ বৈদ্যুতিক গাড়ির লাইনআপ দুটি বিভাগে বিভক্ত করবে – BE এবং XUV.e। পরের বিভাগে ২০২৪-এর অক্টোবরে গাড়ি আনবে তারা। এটি হবে XUV.e8-এর প্রোডাকশন ভার্সন। আর BE.05 EV-এর লঞ্চের সময়কাল হিসেবে ২০২৫-এর অক্টোবর স্থির করা হয়েছে।

Show Full Article
Next Story