Mahindra চমকে দিল, নতুন বৈদ্যুতিক গাড়ি লঞ্চের আগে নজির সৃষ্টি

Published on:

ভারতে যাত্রী ও পণ্য পরিবহণে তিন চাকার বৈদ্যুতিক গাড়ির চাহিদা ক্রমশই বাড়ছে। যার প্রমাণ এবার হাতেনাতে পাওয়া গেল। এই জাতীয় ৫০,০০০টি যানবাহন বিক্রির মাইলফলক স্পর্শ করে উৎসবে মেতে উঠেছে মাহিন্দ্রার বৈদ্যুতিক গাড়ি তৈরির শাখা মাহিন্দ্রা ইলেকট্রিক (Mahindra Electric)। প্রধানত Treo এবং e-Alfa রেঞ্জের ইলেকট্রিক থ্রি-হুইলারগুলির কাঁধে ভর করে সংস্থাটি এই সাফল্যের মুখ দেখেছে। প্রথম Alfa Mini-র হাত ধরে বাজারে প্রবেশ। এরপর থেকে Treo, Treo Yaari, Treo Zor এবং e-Alfa Cargo EV গাড়িগুলি মাহিন্দ্রা ইলেকট্রিকের বিক্রিতে নিজেদের অবদান বাড়িয়েই চলেছে।

আবার সংস্থার বৈদ্যুতিক তিন চাকার গাড়িগুলির মধ্যে Treo রেঞ্জ সবচেয়ে বেশি পুরস্কৃত হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য, ২০১৯-এ গ্লোবাল অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স, ২০২১-এ ইটি গ্লোবাল অটোমেটিভ সামিট ২০২২-এ মেড ইন ইন্ডিয়া ইনোভেশন অফ দ্য ইয়ার, এবং ২০২১-এ Treo Zor-এর পাওয়া ইটি শার্ক অ্যাওয়ার্ড।

৫০,০০০-এর বেশি ইলেকট্রিক থ্রি-হুইলার বিক্রির মাইলফলক স্পর্শের পাশাপাশি একাধিক কৃতিত্ব অর্জন করেছে। যেমন তাদের এই পরিবেশবান্ধব গাড়ি গুলি এখনও পর্যন্ত ভারতের ১৩.৩ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছে। যার ফলে ২৭,৫৬৬ মেট্রিক টন কার্বন ডাই অক্সাইডের নির্গমন রোখা গিয়েছে। যা আটকাতে ৬.১ লক্ষের বেশি বৃক্ষরোপণের প্রয়োজন। e-Alfa গাড়িটির জন্য তারা অ্যাপোলো সিভি ম্যাগাজিন সম্মানে ভূষিত হয়েছে। আবার গ্রীন ভেহিকেল এক্সপো-র তৃতীয় সংস্করণে সংস্থার পুরস্কারের ঝুলিতে যোগ হয়েছে গ্রীন অ্যাচিভার ২০২২ অ্যাওয়ার্ড।

প্রসঙ্গত, এ বছরের এপ্রিলে মাহিন্দ্রা ইলেকট্রিক মোবিলিটি প্যাসেঞ্জার ও কার্গো ভ্যারিয়েন্টে নতুন Alfa CNG লঞ্চ করেছে — Alfa Passenger DX BS6 CNG ও Alfa Load Plus। এদের দাম ২.৫৭ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। Alfa ব্র্যান্ডের এই ইলেকট্রিক থ্রি-হুইলার মডেলগুলি সংস্থার উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাত, দিল্লি, বিহার, ঝাড়খন্ড, কেরল, এবং মধ্যপ্রদেশের শোরুম থেকে কেনা যায়।

সঙ্গে থাকুন ➥