মহালয়ার পর থেকেই দেশজুড়ে নতুন Mahindra Scorpio N SUV-র ডেলিভারি শুরু হল

নবরাত্রির শুভ দিনে নতুন Scorpio N এর ডেলিভারি শুরু হবে বলে আগেই প্রতিশ্রুতি দিয়েছিল SUV স্পেশালিস্ট Mahindra। সেই অনুযায়ী জুনের চতুর্থ সপ্তাহে লঞ্চ হওয়া নতুন…

নবরাত্রির শুভ দিনে নতুন Scorpio N এর ডেলিভারি শুরু হবে বলে আগেই প্রতিশ্রুতি দিয়েছিল SUV স্পেশালিস্ট Mahindra। সেই অনুযায়ী জুনের চতুর্থ সপ্তাহে লঞ্চ হওয়া নতুন প্রজন্মের স্করপিও আজ থেকে গ্রাহকদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করল সংস্থাটি। উল্লেখ্য, বুকিং শুরুর আধ ঘন্টার মধ্যে এক লাখের বেশি বরাত পেয়ে ইতিমধ্যেই আলোড়ন তুলেছে গাড়িটি।

পেট্রোল ও ডিজেল মিলিয়ে Scorpio N মোট ৩৬টি ভ্যারিয়েন্টে এসেছে। তার মধ্যে ১৩টি পেট্রোল ও ২৩টি ডিজেল সংস্করণ। মডেলগুলির প্রারম্ভিক দাম ১১.৯৯ লাখ থেকে ২৩.৯ লাখ পর্যন্ত। পেট্রোল ভ্যারিয়েন্টগুলির নূন্যতম মূল্য ১১.৯৯ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ২০.৯৫ লাখ পর্যন্ত গিয়েছে। অন্যদিকে, ডিজেল চালিত মডেলগুলির মূল্য ১২.৪৯ লাখ থেকে ২৩.৯ লাখ টাকা অব্দি।

Mahindra Scorpio N একটি ২.০ লিটার mStallion টার্বো ইঞ্জিন পেট্রোল ও ২.২ লিটার mHawk ডিজেল ইঞ্জিন অপশনে উপলব্ধ। পেট্রোল ইঞ্জিনের সর্বোচ্চ আউটপুট ২০০ বিএইচপি ও ৩৮০ এনএম। অন্যদিকে, ডিজেল ইঞ্জিনটি লোয়ার ভ্যারিয়েন্ট ৩০০ এনএম টর্কের সঙ্গে ১৩০ বিএইচপি ক্ষমতা উৎপাদন করতে সক্ষম। তবে এর সবচেয়ে দামি ভ্যারিয়েন্টের আউটপুট ১৭৫ বিএইচপি ও ৪০০ এনএম। ইঞ্জিনের সাথে ৬ স্পিড ম্যানুয়াল এবং ৬ স্পিড অটোমেটিক গিয়ারবক্স চয়নের বিকল্প রয়েছে।

নতুন মাহিন্দ্রা স্করপিও এন-এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কার প্লে সাপোর্ট-সহ ৮ ইঞ্চি টাচস্ক্রিন, ৭ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, এয়ার পিউরিফায়ার, অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্স, ইলেকট্রিক সানরুফ, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, ৬টি এয়ার ব্যাগ, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, হিল অ্যাসিস্ট, ট্রাকশন কন্ট্রোল, রিয়ার পার্কিং ক্যামেরা, ইলেকট্রনিক্স স্টেবিলিটি প্রোগ্রাম, ইত্যাদি।