Mahindra: মাহিন্দ্রার প্রথম ডুয়াল ফুয়েল গাড়ি হাজির, চলবে গ্যাস+তেলে, বাঁচবে প্রচুর টাকা

দেশের ছোট কমার্শিয়াল গাড়ির বাজারে শীর্ষস্থানীয় সংস্থা মাহিন্দ্রা (Mahindra) নতুন Supro CNG Duo লঞ্চ করল। এই সেগমেন্টে যা তাদের প্রথম ডুয়াল ফুয়েল মডেল। সিএনজি এবং পেট্রল উভয় প্রকার জ্বালানিতে ছুটবে এই মিনি পিকআপ ট্রাক। ফলে সাশ্রয় হবে বেশি। গাড়িটির দাম ৬.৩২ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। গাড়িটির সিএনজি ট্যাঙ্কের ক্যাপাসিটি ৭৫ লিটার। ফুল ট্যাঙ্কে যা ৩২৫ কিলোমিটার পথ ছুটতে পারবে বলে দাবি করা হয়েছে।

Mahindra Supro CNG Duo কালার ও স্পেসিফিকেশন

Supro CNG Duo ৭৫০ কেজি ওজন বহন করতে সক্ষম। দুই ধরনের কালার অপশনে এটি বেছে নেওয়া যাবে – ডায়মন্ড হোয়াইট এবং ডিপ ওয়ার্ম ব্লু। সবচেয়ে মজার বিষয় হল গাড়িটি দুই ধরনের জ্বালানিতে চলতে সক্ষম – পেট্রোল এবং সিএনজি। তাই এটি ভালো মাইলেজ ও পারফরম্যান্স দিতে পারবে। ব্যবহারকারী চাইলেই যে কোনো সময় নিজের পছন্দের জ্বালানিতে সুইচ করতে পারবেন।

ছোট বাণিজ্যিক গাড়িটিতে সরাসরি সিএনজি-তে স্টার্ট করার সুবিধা রয়েছে। সিএনজি লিক ডিটেকশন টেকনোলজির উপস্থিতি সুরক্ষার ক্ষেত্রে ভরসা যোগাবে। ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ২৬.৬ এইচপি শক্তি এবং ৬০ এনএম টর্ক উৎপন্ন হবে। গাড়িটি BS6 RDE বিধি মেনে হাজির হয়েছে। এর মাইলেজ ২৩.৩৫ কিমি/কেজি বলে দাবি করা হয়েছে।

১৫৮ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স সহ ১২ ইঞ্চি টায়ারে ছুটবে Supro CNG Duo। মাহিন্দ্রা তাদের এই গাড়িটিতে ৩ বছর অথবা ৮০,০০০ কিলোমিটারের (যেটি আগে হবে) ওয়ারেন্টি অফার করছে। বর্তমানে বাণিজ্যিক গাড়িটির বুকিং গ্রহণ শুরু হয়েছে।