Mahindra Thar Roxx: নতুন থারে থাকবে প্যানোরামিক সানরুফ! মাহিন্দ্রার ঘোষণায় উচ্ছ্বাস

মাহিন্দ্রা থার আগামী ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসে নতুন অবতারে আত্মপ্রকাশ করতে চলেছে। ওই দিন এই লাইফস্টাইল এসইউভি’র ফাইভ ডোর ভার্সন প্রকাশ হবে, যারা নাম রাখা…

মাহিন্দ্রা থার আগামী ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসে নতুন অবতারে আত্মপ্রকাশ করতে চলেছে। ওই দিন এই লাইফস্টাইল এসইউভি’র ফাইভ ডোর ভার্সন প্রকাশ হবে, যারা নাম রাখা হয়েছে থার রক্স। থ্রি ডোর মডেলের তুলনায় এতে অনেক পরিবর্তন থাকছে। লঞ্চের আগে মাহিন্দ্রা টিজারের মাধ্যমে গাড়িটির ডিজাইন থেকে নানা বৈশিষ্ট্য সামনে এনেছে। এবার জানা গেল, ভারতীয় ক্রেতাদের অন্যতম প্রিয় ফিচার থাকছে মাহিন্দ্রা থার রক্স গাড়িতে গাড়িতে।

মাহিন্দ্রা থার ফাইভ ডোরে প্যানোরামিক সানরুফ

মাহিন্দ্রা থার রক্সে প্যানোরামিক সানরুফ থাকবে, যা বর্তমানে একটি ট্রেন্ডিং ফিচার। এটি গাড়িটির আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা যায়। তিন দরজার মডেলের তুলনায় এতে বেশ কিছু ডিজাইন আপগ্রেড দেখা যাবে। সামনে ছয়টি নতুন ভার্টিকালি স্ট্যাকড ডাবল স্ল্যাট গ্রিল থাকছে, যা লুকসে আরও বোল্ড এলিমেন্ট যোগ করেছে। একইসাথে এলইডি প্রোজেক্টর ও ইন্টিগ্রেটেড সি-শেপ ডিআরএল সহ এলইডি হেডল্যাম্প থার রক্সে মর্ডান টাচ এনেছে।

এছাড়া, আরও স্লিক দেখার জন্য ফগ লাইট ও টার্ন ইন্ডিকেটর নতুন করে ডিজাইন করা হয়েছে। এই এসইউভি এখন ডুয়াল টোন ওআরভিএম, সিলভার বাম্পার, ও নতুন স্টাইলের ডায়মন্ড কাট অ্যালয় হুইল অফার করবে। থার রক্সে ৩৬০ ডিগ্রি ক্যামেরা সিস্টেম থাকার বড় সম্ভাবনা রয়েছে। অন্যান্য ফিচার্সের মধ্যে মিলতে পারে আপডেটেড ইনফোটেইনমেন্ট স্ক্রিন, ওয়্যারলেস স্মার্টফোন কানেক্টিভিটি, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, প্রভৃতি।

গাড়িটিতে ২.০ লিটার টার্বো পেট্রল ও ২.২ লিটার ডিজেল ইঞ্জিন ও একটি নতুন ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন থাকতে পারে। গিয়ারবক্স অপশনের মধ্যে সিক্স স্পিড ম্যানুয়াল ও সিক্স স্পিড অটোমেটিক ট্রান্সমিশন উভয় থাকবে। থ্রি ডোর মডেলের মতো এটি রিয়ার হুইল ড্রাইভ ও ফোর হুইল ড্রাইভ অপশনে আসবে। দাম ১৬ লক্ষ টাকা থেকে ২২ লক্ষের (এক্স-শোরুম) মধ্যে হবে বলে মনে করা হচ্ছে।