রূপে-গুণে ঝড় তুলবে, Mahindra XUV700 EV-র ডিজাইন ফাঁস, এক চার্জেই 500 কিমি

ভারতের অটোমোবাইল জয়েন্ট মাহিন্দ্রা (Mahindra) বর্তমানে তাদের XUV700 SUV-র ইলেকট্রিক ভার্সনের টেস্টিং শুরু করেছে। আগামী কয়েক বছরের মধ্যেই লঞ্চ হবে এটি। সর্বপ্রথম XUV.e8 নামক কনসেপ্ট…

ভারতের অটোমোবাইল জয়েন্ট মাহিন্দ্রা (Mahindra) বর্তমানে তাদের XUV700 SUV-র ইলেকট্রিক ভার্সনের টেস্টিং শুরু করেছে। আগামী কয়েক বছরের মধ্যেই লঞ্চ হবে এটি। সর্বপ্রথম XUV.e8 নামক কনসেপ্ট ভার্সনে উন্মোচিত হয়েছিল গাড়িটি। এবার ফাঁস হওয়া ডিজাইন পেটেন্ট থেকে গাড়িটির চূড়ান্ত ভার্সন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। যেমন Mahindra XUV700 ইলেকট্রিক ডিজাইনের দিক থেকে কনসেপ্ট ভার্সনের সাথে অনেকাংশেই মিল লক্ষ্য করা যাবে।

Mahindra XUV700 EV-র ডিজাইন পেটেন্ট ফাঁস

বৈদ্যুতিক এসইউভি গাড়িটির সামনে বন্ধ গ্রিল রয়েছে। ইংরেজি টি আকৃতির এলইডি ডিআরএল হুডের নীচের দিকে এলইডি বার দ্বারা সংযুক্ত। এছাড়া C-আকারের এলইডি হেডল্যাম্প, কপার কালার লোগো, এবং স্কিড প্লেট গাড়িটিকে সাধারণ মডেলের তুলনায় ভিন্নতা দিয়েছে। তবে ফ্রন্ট বাম্পার এবং ফগল্যাম্পটি পেট্রল/ডিজেল মডেল থেকেই নেওয়া হয়েছে।

Mahindra, Mahindra Xuv700 Ev, Mahindra Xuv700 Ev Design, Mahindra Xuv700 Ev Features, Mahindra Xuv700 Ev Range
Photo Credit: MotorBeam

Mahindra XUV.e8-এর ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে সেভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। যদিও আইসি ভার্সনের বিভিন্ন ফিচার এতে ব্যবহার হওয়ার সম্ভাবনা প্রবল। সাথে ইলেকট্রিক ভেহিকেলের সাথে প্রাসঙ্গিক বৈশিষ্ট্যের দেখাও মিলবে। প্রশ্ন জানতে পারে, আসন্ন Mahindra XUV700 ইলেকট্রিকের বিশেষত্ব কী? এই প্রসঙ্গে জানিয়ে রাখি গাড়িটি সংস্থার ব্র্যান্ড নিউ INGLO প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। যা মাহিন্দ্রার নতুন ইলেকট্রিক সাব-ব্র্যান্ড XUV.e-এর আওতাধীন।

শক্তির উৎস হিসাবে Mahindra XUV700 ইলেকট্রিক ভার্সনে ৬০-৮০ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি প্যাক দেওয়া হতে পারে। ফুল চার্জে যা ৫০০ কিমি রেঞ্জ প্রদান করবে বলে মনে করা হচ্ছে। এদিকে সংস্থা XUV700-এর সিক্স-সিটার মডেল লঞ্চের পরিকল্পনা করছে। সম্প্রতি যার পরীক্ষা করতে দেখা গিয়েছে। আসন সংখ্যা কমানো ছাড়া ডিজাইন বা বৈশিষ্ট্যে সেভাবে কোন পরিবর্তন থাকছে না বললেই চলে। গাড়িটি ২০২৩-এর ফেস্টিভ সিজনে লঞ্চ হতে পারে বলে অনুমান।