Categories: Automobile

লঞ্চের দু’বছর না যেতেই জনপ্রিয়তার শিখরে, Mahindra XUV700 এর বিক্রি 1 লাখ টপকাল

এসইউভি নির্মাতা হিসাবে মাহিন্দ্রা (Mahindra)-র বিশ্বব্যাপী সুখ্যাতি। সেই জনপ্রিয়তার উপর ভর করে নতুন কীর্তি গড়ল Mahindra XUV700। লঞ্চের মাত্র দু’বছরের মধ্যেই এক লাখ ইউনিট বিক্রি নতুন মাইলফলক স্পর্শ করল ফ্ল্যাগশিপ গাড়িটি। মহারাষ্ট্রে পুণের চাকানে সংস্থার কারখানা থেকে XUV700-এর এক লক্ষতম মডেলটি ডেলিভারির উদ্দেশ্যে রওনা হয়েছে। ভারতের বাজারে এই তিন সারি সিটের এসইউভির মূল প্রতিপক্ষ হিসেবে রয়েছে Tata Safari।

Mahindra XUV700 : দাম

মাহিন্দ্রা এক্সইউভি৭০০ দেশের সুরক্ষিততম গাড়িগুলির মধ্যে একটি। গ্লোবাল এনক্যাপ (Global NCAP) থেকে পাঁচ তারার সুরক্ষার মানপত্র নিয়ে বাজারে হাজির হয়েছে এটি। ২০২১-এর ১৪ আগস্ট XUV500-এর সুযোগ্য উত্তরসূরী হিসেবে লঞ্চ হয়েছিল এক্সইউভি৭০০। সেই সময় গাড়িটির প্রারম্ভিক মূল্য ১১.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছিল। একাধিকবার মূল্যবৃদ্ধির পর বর্তমানে গাড়িটির দাম ১৫.০১ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু করে ২৬.১৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে।

Mahindra XUV700 : ইঞ্জিন

XUV700 mStallion পেট্রোল এবং mHawk ডিজেল – উভয় ইঞ্জিনে বেছে নেওয়া যায়। পেট্রোল ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ২২০ এইচপি এবং ৩৮০ এনএম টর্ক উৎপন্ন হয়। ডিজেল মোটরটি আবার দুটি আলাদা ট্রিমে অফার করা হয়। প্রথমটি থেকে ১৫৫ এইচপি এবং ৩৬০ এনএম টর্ক উৎপন্ন হয়। যেখানে দ্বিতীয়টির আউটপুট ১৮৫ এইচপি ও ৪২০ এনএম। গাড়িটি ৬-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন অপশনে উপলব্ধ। অল হুইল ড্রাইভ ফিচার অপশনাল।

Mahindra XUV700 : ফিচার্স

গাড়িটি ০-৬০ কিমি/ঘন্টার গতিবেগ ৫ সেকেন্ডে তুলতে সক্ষম বলে দাবি সংস্থার। এতে রয়েছে তিনটি ড্রাইভিং মোড – Zip, Zap ও Zoom। এছাড়া উপস্থিত একটি কাস্টম ড্রাইভিং মোড। XUV700-এর বিশেষ ফিচারের তালিকায় উপস্থিত ADAS, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, একটি ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, ১৮-ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় হুইল, ওয়্যারলেস চার্জিং, প্যানোরামিক সানরুফ, দুটি ১০.২৫ ইঞ্চি স্ক্রিন। যার মধ্যে একটি ডিজিটাল কনসোল এবং অপরটি ইনফোটেনমেন্ট সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়।

Mahindra XUV700-এর অনন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এলইডি ডিআরএল সমেত এলইডি হেডল্যাম্প, অ্যাপেল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি, TPMS, সাতটি এয়ারব্যাগ, লেদারেট সিট আপহোলস্টেরি, ১২ স্পিকার সহ ৩ডি সাউন্ড সিস্টেম, ইএসপি, ট্রাকশান কন্ট্রোল, হিল হোল্ড, রোল স্টেবিলিটি কন্ট্রোল, ব্রেক অ্যাসিস্ট, প্রভৃতি।

Subhadip Dasgupta

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

3 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

3 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

5 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

5 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

6 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

6 hours ago