Maruti Fronx: সেফটি ফিচারে টাটাকে টেক্কা, 1.6 লাখ টাকা সস্তায় গাড়িতে 6টি এয়ারব্যাগ দিচ্ছে মারুতি

সাব-কম্প্যাক্ট ক্রসওভার গাড়ি Maruti Suzuki Fronx-এর নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হল ভারতে। গত বছর এপ্রিলে এই গাড়ি পাঁচটি ভ্যারিয়েন্টে এসেছিল। এগুলি হল – Sigma, Delta, Delta+,…

সাব-কম্প্যাক্ট ক্রসওভার গাড়ি Maruti Suzuki Fronx-এর নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হল ভারতে। গত বছর এপ্রিলে এই গাড়ি পাঁচটি ভ্যারিয়েন্টে এসেছিল। এগুলি হল – Sigma, Delta, Delta+, Zeta ও Alpha। এবারে নয়া ভ্যারিয়েন্ট হিসেবে যোগ হয়েছে Delta Plus(O)। এটি Delta+ ও Zeta-র মাঝামাঝিতে স্থান পেয়েছে। চলুন নতুন লঞ্চ হওয়া Maruti Suzuki Fronx Delta Plus(O) সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Maruti Suzuki Fronx Delta Plus(O) ভ্যারিয়েন্টের দাম

Maruti Suzuki Fronx Delta Plus(O) ভ্যারিয়েন্টে অফার করা হয়েছে ম্যানুয়াল এবং অটোমেটিক উভয় প্রকার ট্রান্সমিশন। এগুলির দাম যথাক্রমে ৮.৯৩ লাখ ও ৯.৪৩ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। Delta+ ট্রিমের চাইতে এটি ১৫,০০০ টাকা বেশি দামি।

Maruti Suzuki Fronx Delta Plus(O) ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন

Maruti Suzuki Fronx-এর নয়া ভ্যারিয়েন্ট Delta Plus(O)-তে গুরুত্বপূর্ণ আপডেট হিসেবে দেওয়া হয়েছে ছয়টি এয়ারব্যাগ এবং একটি পাংচার রিপেয়ার কিট। এই বৈশিষ্ট্য স্ট্যান্ডার্ড Delta Plus ট্রিমে উপলব্ধ নেই। পূর্বে কেবলমাত্র Zeta ভ্যারিয়েন্টে ছয়টি এয়ারব্যাগ অফার করা হতো। যার দাম ১০.৫৬ লাখ টাকা (এক্স-শোরুম)। এখন Delta Plus(O)-তে ১.৬ লাখ কমে পাওয়া যাবে উক্ত ফিচার্স।

Maruti Suzuki Fronx Delta Plus(O)-তে উল্লেখযোগ্য ফিচার্স হিসাবে দেওয়া হয়েছে একটি ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে, ৪-স্পিকার সাউন্ড সিস্টেম, অটোমেটিক এসি, এবং ডে/নাইট ইনসাইড রিয়ার ভিউ মিরর। সুরক্ষাজনিত বৈশিষ্ট্যের মধ্যে উপস্থিত ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, হিল হোল্ড অ্যাসিস্ট, সিট বেল্ট রিমাইন্ডার, থ্রি পয়েন্ট সিট বেল্ট এবং ISOFIX চাইল্ড সিট অ্যাঙ্কর।

এছাড়া, মারুতি সুজুকি ফ্রঙ্কসের নতুন ভ্যারিয়েন্টে রয়েছে ১.২ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৯০ পিএস শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন হবে। আবার রেগুলার ডেলটা প্লাস ভ্যারিয়েন্টে মিলবে একটি ১ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন। যার আউটপুট ১০০ পিএস এবং ১৪৮ এনএম।