Maruti Jimny rival 5 door force Gurkha to launch soon

Maruti Jimny-কে জোর ধাক্কা, মার্সিডিজের ইঞ্জিন নিয়ে লঞ্চ হবে নতুন Force Gurkha

এ বছর ভারতের এসইউভি (SUV) মার্কেটে অন্যতম গুরুত্বপূর্ণ লঞ্চ পাঁচ দরজার Maruti Suzuki Jimny। এদেশে অফ-রোডার গাড়িটির প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে। যদিও উক্ত সেগমেন্টে ফোর্স মোটরস (Force Motors) ও মাহিন্দ্রা (Mahindra) যথাক্রমে Gurkha ও Thar এর পাঁচ দরজাযুক্ত ভার্সন লঞ্চের কথা জানিয়েছে। ফাইভ-ডোর Thar আগামী বছর লঞ্চ হতে চললেও, পাঁচ দরজার Force Gurkha লঞ্চের জন্য আর কিছু মাস অপেক্ষা করতে হবে বলে জানা গিয়েছে। ফলে নতুন জিমনি কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হবে।

5-Door Force Gurkha ক’মাসের মধ্যেই লঞ্চ হবে

Gurkha-র ফাইভ-ডোর ভার্সনটি সম্পূর্ণ ক্যামোফ্লেজে মোড়ানো অবস্থায় টেস্টিং চলাকালীন দর্শন দিয়েছে। গাড়িটি একাধিক আসন সংখ্যায় উপলব্ধ হবে। যেমন – ৫, ৬ ও ৭-সিট। আবার Gurkha-র সেভেন সিটার ভার্সনের ছবিও ক্যামেরায় ধরা পড়েছে। যার তৃতীয় সারিতে থাকছে দু’টি ক্যাপ্টেন সিট এবং মাঝের সারির জন্য বেঞ্চ সিট।

টেস্টিং মডেলটিতে টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেমের দেখা মেলেনি। যদিও এতে ভিন্ন ধরনের ফোর-হুইল ড্রাইভ গিয়ার লক্ষ্য করা গেছে। ৩-ডোর মডেলের চাইতে ৫-ডোর ভার্সনের দৈর্ঘ্য যে বেশি হবে, তা বলা বাহুল্য। এর হুইলবেস প্রায় ৪০০ মিমি বেশি। গাড়িটির হায়ার ট্রিমে দেওয়া হয়েছে ২৫৫/৬০ আর১৮ সাইজের টায়ার সহ ১৮ ইঞ্চি অ্যালয় হুইল। আবার লোয়ার ভ্যারিয়েন্টে ছোট স্টিলের হুইল উপস্থিত।

৫-ডোর Gurkha-তে বর্গাকৃতি হেডল্যাম্প এবং টু-স্ল্যাট গ্রিল ৩-ডোর ভার্সন থেকে ধার করা হয়েছে। এগিয়ে চলার শক্তি জোগাতে এতে থাকছে মার্সিডিজের থেকে নেওয়া একটি ২.৬ লিটার ডিজেল ইঞ্জিন। এই একই মোটর ৩-ডোর ভার্সনেও উপলব্ধ। যার আউটপুট ৯১ বিএইচপি এবং ২৫০ এনএম। ট্রান্সমিশনের দায়িত্ব সামলাতে থাকছে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।