maruti suzuki alto celerio s presso dream edition launched starting price rs 4.99 lakh

Maruti Dream Edition: 5 লাখের মধ্যে নতুন গাড়ি! মধ্যবিত্তের জন্য বড় চমক আনল মারুতি

দেশে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিনই মধ্যবিত্তের জন্য স্পেশাল এডিশনে গাড়ি নিয়ে হাজির হতে চলেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। Alto K10, S-Presso এবং Celerio হ্যাচব্যাকের লিমিটেড এডিশন Dream সিরিজ লঞ্চ করবে সংস্থা। প্রাথমিকভাবে শুধু জুনেই এগুলি বিক্রি করার পরিকল্পনা অর্থাৎ সংস্থা। এই সিরিজের গাড়ির দাম ৪.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হবে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই মারুতি সুজুকি গাড়িগুলির বুকিং গ্রহণ চালু করে দিয়েছে। আপনি যদি এই গাড়ি কিনতে আগ্রহী থাকেন তবে সংস্থার অথোরাইজ ডিলারশিপ থেকে এগুলি বুক করতে পারবেন। আবার সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও মডেলগুলির অগ্রিম বুকিং করা যাচ্ছে।

Maruti Suzuki Dream Edition সিরিজ

কোম্পানি সূত্রে জানা গেছে, এই Dream Edition সিরিজের গাড়িগুলি কেবলমাত্র জুন মাসের জন্যই বাজারে আনা হবে। তবে সবটাই নির্ভর করছে বাজারে এটি কতটা সাড়া জাগাতে পারছে। অর্থাৎ বেশি সংখ্যক বুকিং পেলে তবেই গাড়ি বিক্রির মেয়াদ বাড়ানোর কথা পরিকল্পনা করবে কোম্পানি। আশা করা হচ্ছে, Dream Edition-এর গাড়িগুলির ডিজাইনে সামান্য আপডেট থাকবে।

স্ট্যান্ডার্ড ভার্সনের থেকে ডিজাইন অধিক আকর্ষণীয় হবে। দেওয়া হবে স্পেশাল ব্যাজিং। সব মিলিয়ে গাড়িগুলি ক্রেতাদের আকৃষ্ট করবে। মারুতি সুজুকি ড্রিম এডিশনের প্রতিটি মডেলে ম্যানুয়াল গিয়ারবক্স উপলব্ধ হবে। উপরন্তু কিছু অতিরিক্ত ফিচারের দেখা মিলবে। যেমন নতুন টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, যা অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে এবং অটো কারপ্লে সমর্থন করবে।