কে বলেছে SUV বেশি তেল খায়? Maruti, Tata দের এই গাড়িগুলির জ্বালানি সাশ্রয় ক্ষমতা চমকে দেবে

ভারতে বর্তমানে এসইউভি (SUV) গাড়ির বাজার গরম। কিছুদিন আগে প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছিল ২০২২ শুরু হওয়ার পর থেকে প্রতি ৫ জনের মধ্যে ২ জন ক্রেতা সংশ্লিষ্ট সেগমেন্টের গাড়ি বেছে নিচ্ছেন। সামনের দিনগুলিতে এসইউভি গাড়ির চাহিদার রেখচিত্র যে আরও ঊর্ধ্বমুখী হবে, তা বেশ বোঝা যাচ্ছে। এদিকে এসইউভি মডেলের প্রতি উৎসাহ থাকলেও মাইলেজ কম হওয়ার কারণে অনেকেই এই গোত্রের গাড়ির থেকে বিমুখ থাকেন। এমনিতেই জ্বালানি তেলের ঝাঁঝালো দামে নাজেহাল মানুষ। তার উপর যদি বাড়তি জ্বালানির খরচ এসে চাপে, তবে আর রক্ষা নেই। এই সমস্যা থেকে মুক্তি দিতেই এই প্রতিবেদন। যেখানে ভারতের সেরা মাইলেজের পাঁচ এসইউভি গাড়ি সম্পর্কে বিস্তারিত আলোচনা রইল।

Maruti Suzuki Grand Vitara

Grand Vitara সামনের মাসে লঞ্চ করবে Maruti Suzuki। সে দিনই এর দাম ঘোষণা হবে। সংস্থার দাবি, গাড়িটির স্ট্রং হাইব্রিড ভ্যারিয়েন্টটি এক লিটার জ্বালানিতে ২৭.৯৭ কিলোমিটার পথ দৌড়বে। সেই কারণে সেরা মাইলেজের এসইউভির তালিকার প্রথম স্থানে জায়গা দখল করেছে Maruti Suzuki Grand Vitara। এর ১৪৬২ সিসি স্মার্ট হাইব্রিড ইঞ্জিন থেকে ৬,০০০ আরপিএম গতিতে ১০৩ পিএস এবং ৪,৪০০ আরপিএম গতিতে ১৩৬ এনএম আউটপুট পাওয়া যাবে। ৫-স্পিড ম্যানুয়াল অথবা ৬-স্পিড অটোমেটিক গিয়ারবক্স সহ কেনা যাবে গাড়িটি। অন্যদিকে ১৪৯০ সিসি ইলেকট্রিক হাইব্রিড ভার্সন থেকে ৫,৫০০ আরপিএম গতিতে ৯২.৪ পিএস শক্তি এবং ৪,৪৮০ আরপিএম গতিতে ১২২ এনএম টর্ক উৎপন্ন হবে। বৈদ্যুতিক মোটরটি থেকে ১১৫.৫৬ পিএস পাওয়ার উৎপন্ন হবে।

Toyota Urban Cruiser Hyryder

Urban Cruiser Hyryder গাড়িটিতে একটি ১.৫ লিটার TNGA NA পেট্রোল ইঞ্জিনে দেওয়া হয়েছে। এটি মিল্ড এবং হাইব্রিড উভয় ভার্সনেই আসবে। এটিও সামনের মাসে লঞ্চ হবে‌ বলে শোনা যাচ্ছে। একটি সিভিটি, একটি ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন এবং একটি ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স সহ কেনা যাবে গাড়িটি। এক লিটার পেট্রলে ২৭.৯৭ কিমি চলে। গাড়িটির সামনের দরজায় একটি ‘হাইব্রিড’ ব্যাজ এবং ১৭ ইঞ্চি ডুয়েল টোন অ্যালয় হুইল রয়েছে। এখানে জানিয়ে রাখি, Urban Cruiser মারুতি সুজুকি ও টয়োটা সম্মিলিতভাবে তৈরি করেছে। এই একই প্লাটফর্মের উপর ভিত্তি করেই Maruti Suzuki Grand Vitara আসবে।

Kia Sonet

তালিকার তৃতীয় স্থান দখল করেছে Kia Sonet। এটি এক লিটার পেট্রোলে ২৪ কিমি মাইলেজ দেয়। গ্রাহকদের সকল চাহিদা পূরণ করতে Tech-Line ও GT-Line প্রযুক্তি সহ একাধিক পাওয়ারট্রেন বিকল্পে কেনা যায় গাড়িটি। অন্য একটি আকর্ষণের বিষয়, এর সমস্ত ভ্যারিয়েন্টে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে চারটি এয়ারব্যাগ দেওয়া হয়েছে। গাড়িটিতে উপস্থিত একটি ১০.২৫ ইঞ্চি এইচডি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, UVO কানেক্টিভিটি, এলইডি সাউন্ড মুড লাইটিং, সানরুফ, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য।

Hyundai Venue

এক লিটার জ্বালানিতে ২৩ কিমি পথ ছুটতে সক্ষম Hyundai Venue। ব্ল্যাক এবং গ্রে – এই ডুয়েল টোন ইন্টেরিয়ার সহ এটি বেছে নেওয়া যায়। দ্বিতীয় সারির সিটে কাপ হোল্ডার এবং আর্ম রেস্টের সুবিধা মেলে। এটি ৬০:৪০ সিট স্প্লিট সমর্থন করে। গাড়িটিতে মোট ১৯ রকমের ইন্টেরিয়ার সরঞ্জাম অফার করা হয়। এটি ডিজেল এবং দুটি পেট্রোল ইঞ্জিনে উপলব্ধ। যেগুলি হল – ১.২ লিটার Kappa MPi পেট্রল ইঞ্জিন, Kappa ১.৫ লিটার Turbo GDi পেট্রোল ইঞ্জিন এবং U2 CRDi ডিজেল ইঞ্জিন।

Tata Nexon

তালিকার সর্বশেষ স্থানে জায়গা করে নিয়েছে বর্তমানে ভারতের সর্বাধিক বিক্রিত এসইউভি গাড়ি Tata Nexon। তালিকার অন্যান্য মডেলের চাইতে মাইলেজে অনেকটাই পিছনে রয়েছে গাড়িটি। তা সত্ত্বেও এক লিটার জ্বালানিতে ২১ কিলোমিটারের মাইলেজ এসইউভি সেগমেন্টে অনেকটাই বলা যায়। নেক্সন গ্লোবাল এনক্যাপ (Global NCAP) দ্বারা প্রদত্ত পাঁচ তারার রেটিং প্রাপ্ত। প্রাপ্তবয়স্ক যাত্রীদের জন্য ক্র্যাশ টেস্টে ১৭-র মধ্যে ১৬.০৬ পয়েন্ট আদায় করেছে গাড়িটি। অন্যদিকে শিশু যাত্রীদের জন্য ৪৯-এর মধ্যে এর প্রাপ্ত মান ২৫। সুরক্ষা জনিত ফিচারের মধ্যে ফ্রন্ট ডুয়েল এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস ও আরও অন্যান্য বৈশিষ্ট্য উপস্থিত এতে।