এক লিটারেই 35-40 কিমি! মাইলেজে দেশের সমস্ত গাড়িকে পিছনে ফেলবে Maruti-র নয়া মডেল

মারুতি সুজুকি (Maruti Suzuki) আগামী বছরেই একাধিক নতুন গাড়ি লঞ্চ করার প্রস্তুতি সারছে জোর কদমে। ইতিমধ্যেই Toyota এর সাথে হাত মিলিয়ে নতুন এসইউভি ভারতে নিয়ে এসেছে মারুতি। আবার সংস্থা দীপাবলীর আগেই ভারতে লঞ্চ করতে চলেছে Innova Hycross নির্ভর মাল্টিপারপাস ভেইকেল Engage। এদিকে শোনা যাচ্ছে, ২০২৪ এর ফেব্রুয়ারিতেই জনপ্রিয় হ্যাচব্যাক Swift এর নিউ জেনারেশন মডেল নিয়ে আসবে মারুতি সুজুকি। এছাড়াও, সূত্রের দাবি, ঠিক তার পরেই এপ্রিল-মে মাস নাগাদ লঞ্চ হবে Dzire এর আপডেটেড ভার্সন।

Maruti Suzuki Swift ও Dzire লঞ্চ হবে 2024 সালে

মারুতি সুজুকি সুইফট ও ডিজায়ার এর আপডেটেড ভার্সনে নতুন ডিজাইন, উন্নত অন্দরমহল ও বিশাল তেল সাশ্রয়ী ইঞ্জিন দেখতে পাওয়া যাবে। তবে এখনও পর্যন্ত নতুন এই মডেল দুটির ব্যাপারে বিশদে তথ্য নির্মাতার তরফে প্রকাশ করা হয়নি। মনে করা হচ্ছে টয়োটার স্ট্রং হাইব্রিড প্রযুক্তির উপর নির্ভর করে তৈরি ১.২ লিটারের তিন সিলিন্ডার যুক্ত পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হবে ২০২৪ মারুতি সুইফট এবং ডিজায়ার গাড়ি দুটিতে।

৩৫-৪০ কিমি/লিটার মাইলেজ মিলবে নতুন ভার্সনে

জল্পনা যদি সঠিক হয় তবে নতুন সুইফট ও ডিজায়ার এর মাইলেজ ভারতের অন্যান্য সমস্ত গাড়িকেই টপকে যাবে অনায়াসে। ARAI এর সার্টিফিকেট অনুযায়ী এই দুটি গাড়ি প্রতি লিটার পেট্রোল প্রায় ৩৫-৪০ কিমি রাস্তা পাড়ি দিতে পারবে। এমনকি এর মধ্যে থাকা নতুন স্ট্রং হাইব্রিড প্রযুক্তি CAFE ll (Corporate Average Fuel Economy) এর নীতির উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। তবে এদের অপেক্ষাকৃত কম দামী ভ্যারিয়েন্টে আগের মতই ১.২ লিটারের ডুয়েল জেট পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হবে। সাথে থাকবে সিএনজি অপশন। ট্রান্সমিশনের দায়িত্ব সামলাবে বর্তমানের মতোই ফাইভ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্স।

ডিজাইন আর ফিচার হবে উন্নত

মারুতি সুজুকি সুইফট এবং ডিজায়ার এর নতুন ভার্সনের অন্যতম প্রধান আকর্ষণ হল উন্নত ইনফোটেনমেন্ট সিস্টেম। SmartPlay Pro+ প্রযুক্তিযুক্ত টাচ স্ক্রিনসমৃদ্ধ ইনফোটেনমেন্ট সিস্টেমের সঙ্গে থাকবে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে সাপোর্ট, সফটওয়্যার আপডেটের ব্যবস্থা (OTA) এবং সুজুকি ভয়েস অ্যাসিস্ট। সুইফট ফেসলিফ্টে বর্তমান মডেলের তুলনায় ভিন্ন ধরনের ফ্রন্ট গ্রিল, নতুন এলইডি সহ সরু হেডল্যাম্প, উন্নত সামনের বাম্পার, এয়ার ভেন্ট, নতুন ডিজাইনের চাকা, কালো রংয়ের পিলার, উপরে লাগানো স্পয়লার এবং নতুন বডি প্যানেল দেখতে পাওয়া যাবে।

দাম বাড়বে ১ থেকে ১.৫০ লাখ টাকা পর্যন্ত

মারুতি সুজুকি সুইফট এবং ডিজায়ার এর স্ট্রং হাইব্রিড ভার্সনের দাম সাধারণ পেট্রোল ভ্যারিয়েন্টের তুলনায় এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বেশি হবে বলেই মনে করা হচ্ছে। এই মুহূর্তে ৫.৯৯ লাখ -৯.০৩ লাখ টাকার মধ্যেই কিনতে পাওয়া যায় মারুতি সুইফট। অন্যদিকে ডিজায়ার এর বর্তমান প্রাইস রেঞ্জ ৬.৫১ লাখ থেকে শুরু করে ৯.৩৯ লাখ টাকা পর্যন্ত (এক্স শোরুম)।