আর্টিগা অতীত, Toyota Innova-র মতো পেল্লাই গাড়ি আনছে Maruti, জুলাইয়ে লঞ্চের টার্গেট

ভারতের বৃহত্তম যাত্রী গাড়ি নির্মাণকারী সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) বর্তমানে এদেশে নিজেদের পোর্টফোলিও সম্প্রসারণে জোর দিয়েছে। ইন্দো-জাপানি সংস্থাটি তাদের একটি নতুন প্রিমিয়াম এমপিভি (মাল্টিপারপাস ভেহিকেল) লঞ্চ করবে বলে জানিয়েছে। যেটি Toyota Innova Hycross-এর উপর ভিত্তি করে তৈরি হবে। আগে যেমন মারুতি ও টয়োটা (Toyota) এদেশে যৌগ উদ্যোগে তৈরি গাড়ি এনেছিল, এবারেও সেই পথেই হাঁটতে চলেছে তারা। নতুন মডেলটি টয়োটার বিদাদি কারখানায় উৎপাদন করে আবার মারুতি সুজুকির প্রিমিয়াম ডিলারশিপ চ্যানেল নেক্সা (Nexa)-র মাধ্যমে বিক্রি করা হবে।

এই তিন সারিতে বসার ব্যবস্থা যুক্ত মডেলটির আগেও মারুতি ও টয়োটা একই গাড়ি নিজেদের ব্র্যান্ডিং ব্যবহার করে এনেছিল। যেমন – Maruti Suzuki Grand Vitara ও Toyota Urban Cruiser Hyryder এবং Maruti Suzuki Baleno ও Toyota Glanza। তবে দুই সংস্থার যৌথ উদ্যোগে তৈরি হতে চলা গাড়িটি প্রথম এমপিভি মডেল হিসেবে আসবে। যদিও বর্তমানে মারুতি সুজুকির ঝুলিতে একজোড়া এমন ফ্যামিলি গাড়ি রয়েছে – XL6 ও Ertiga। যার মধ্যে প্রথমটি সংস্থার নেক্সা চ্যানেলের অধীনে বিক্রি করা হয়।

পূর্বের রিব্যাজ মডেলগুলির মতোই টয়োটা ইনোভা হাইক্রস-এর উপর ভিত্তি করে আসন্ন মারুতি সুজুকির গাড়িটির ডিজাইনে কিছু পরিবর্তন ঘটানো হবে। যেমন ফ্রন্ট বাম্পার ডিজাইন, হেডল্যাম্প এবং কার গ্রিলে বদল ঘটানো হতে পারে। আবার কেবিনেও কিছু নতুনত্বের ছোঁয়া নজরে পড়বে। যেমন ভিন্ন ধরনের কালার, এবং ট্রিমে বৈচিত্র্য। যা Hyryder ও Grand Vitara-তেও প্রত্যক্ষ করা গেছে। নতুন এমপিভি গাড়িটি টয়োটা TNGA-C প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে।

মারুতির আসন্ন এমপিভি-তে থাকবে ন্যাচারালি অ্যাসপিরেটেড হাইব্রিড পেট্রোল ইঞ্জিন। এদিকে মারুতি সুজুকি সম্প্রতি এদেশে তাদের নতুন এসইউভি Fronx লঞ্চ করেছে। যার দাম ৭.৪৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। তাদের পরবর্তী মডেল হিসেবে সামনের মাসেই লঞ্চ করতে চলেছে Jimny। যার প্রতিপক্ষ মডেল হিসেবে রয়েছে Mahindra Thar ও Force Gurkha।