Minus Zero zPod: স্টিয়ারিং নেই! ড্রাইভারের ভূমিকায় ক্যামেরা, তাক লাগাল দেশের প্রথম চালকবিহীন গাড়ি

সময়ের সাথে প্রযুক্তি নিজের ছন্দে এগিয়ে চলেছে। যার কাঁধে ভর করে বিভিন্ন আবিষ্কার মানুষের কল্যাণকর্মে ব্যবহৃত হয়ে আসছে। তেমনই ভবিষ্যত দুনিয়ার জন্য নতুন উদ্ভাবন হল…

সময়ের সাথে প্রযুক্তি নিজের ছন্দে এগিয়ে চলেছে। যার কাঁধে ভর করে বিভিন্ন আবিষ্কার মানুষের কল্যাণকর্মে ব্যবহৃত হয়ে আসছে। তেমনই ভবিষ্যত দুনিয়ার জন্য নতুন উদ্ভাবন হল স্বয়ংচালিত গাড়ি। যাকে ঘিরে বর্তমানে ক্রেতা বা নির্মাতা, কারোরই উৎসাহের কোনো খামতি নেই। এবার তেমনই এক অটোনোমাস গাড়ির কনসেপ্ট মডেল প্রকাশ্যে আনল বেঙ্গালুরুর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই স্টার্টআপ মাইনাস জিরো (Minus Zero)। তাদের zPod নামের গাড়িটি ভারতের প্রথম ‘সেল্ফ-ড্রাইভিং’ কার বলে দাবি করা হয়েছে।

Minus Zero zPod: ভারতের প্রথম অটোনোমাস গাড়ি

বিশ্বের অন্যান্য স্বয়ংক্রিয় গাড়ির মতো মাইনাস জিরো জেডপড দেখতে অনেকটা টোস্টারের ন্যায়। ক্যামেরা সেন্সরের সাহায্যে গাড়িটি রাস্তায় যে কোনও পরিস্থিতি ও আবহাওয়াতে নিজে থেকেই চলতে সক্ষম হবে বলে দাবি সংস্থার। গাড়িটির অনন্য বৈশিষ্ট্য হল স্টিয়ারিং হুইলের অনুপস্থিতি! তার জায়গায় এতে ব্যবহার করা হয়েছে একঝাঁক হাই রেজুলেশন ক্যামেরা, যার সাহায্যে এটি ট্রাফিক জ্যাম সহ নানা ড্রাইভিং কন্ডিশন রাস্তা বুঝে দৌড়তে পারবে।

মাইনাস জিরো জানিয়েছে যে, জেডপড পঞ্চম পর্যায়ের অটোনোমাস প্রযুক্তিতে আপগ্রেড করা যেতে পারে। যা একটি স্বয়ংচালিত গাড়ির ক্ষেত্রে সর্বাধুনিক বলে মনে করা হয়। এ ক্ষেত্রে গাড়ি চালাতে মানুষের সামান্য হস্তক্ষেপও দরকার পড়ে না।

জেডপডের ক্যামেরা পরিপার্শ্বের রিয়েল-টাইম ছবি তুলে গাড়িতে উপস্থিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-কে পাঠায়। এআই সেগুলি পুঙ্খানুপুঙ্খ বিচার করে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে সামনে বিভিন্ন বাধা অতিক্রমের মাধ্যমে সুরক্ষিত ভাবে রাস্তায় চলতে সহায়তা করবে। বিশ্বের বিভিন্ন স্বয়ংক্রিয় গাড়িতে দামী সেন্সর থাকলেও জেডপড ক্যামেরা টেকনোলজি নির্ভর, যা একে অন্যান্যদের থেকে আলাদা করে তুলেছে।

Minus Zero জানিয়েছে, zPod এই মুহূর্তে বড় আবাসন অঞ্চল অথবা কোন ক্যাম্পাসে চলার জন্য উপযুক্ত। ২০২১ সালে টেসলা ও গুগলের মতো সম্পূর্ণ চালকবিহীন গাড়ি উৎপাদনের লক্ষ্যে জন্ম হয় মাইনাস জিরোর। দু’বছরের মধ্যে প্রকাশ্য রাস্তায় গাড়িটির পরীক্ষা-নিরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে তাদের।