দেশের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি কলকাতায় লঞ্চ হল, ঘরে বসে কীভাবে বুক করবেন দেখুন

গত মাসেই আত্মপ্রকাশ করেছে দেশের সবচেয়ে সস্তার ইলেকট্রিক গাড়ি MG Comet EV। এবার কলকাতায় বৈদ্যুতিক চার চাকাটি অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল। গত ১৬ই মে থেকে ভারতীয় গ্রাহকদের জন্য বুকিং চালু হয়েছে। ১১,০০০ টাকা জমা দিয়েই এই গাড়িটি নিজের নামে অগ্রিম নথিভুক্ত করতে পারবেন আগ্রহীরা। সংস্থার তরফে প্রারম্ভিক এক্স শোরুম মূল্য ৭.৯৮ লাখ টাকা ঘোষণা করা হয়েছে। গাড়িটি Pace, Play এবং Plush এই তিনটি ভ্যারিয়েন্টে কিনতে পাওয়া যাবে। এর মধ্যে টপ মডেল অর্থাৎ Plush ভ্যারিয়েন্টের এক্স শোরুম মূল্য ৯. ৯৮ লাখ টাকা।

তবে একটি বিষয় মাথায় রাখতে হবে কমেট ইভি এর এই প্রারম্ভিক মূল্য কেবলমাত্র প্রথম ৫,০০০টি বুকিং এর জন্যই বরাদ্দ করা হয়েছে। তার পরে বুকিং করলে অতিরিক্ত কত খরচ হবে, তা অবশ্য জানা যায়নি। এদিকে Tata Tiago EV-কে প্রতিযোগিতায় ফেলে দিয়েছে কমেট ইভি। কারণ টাটা টিয়াগো ইভি এর বেস মডেলের তুলনায় ৭০ হাজার টাকা সস্তা এটি।

MG Comet EV কীভাবে বুক করবেন

ঘরে বসেই বুক করতে পারবেন এই গাড়ি। প্রথমে এমজি মোটর ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর ই-বুক ইয়োর এমজি অপশনে ক্লিক করে কমেট ইভির ভ্যারিয়েন্ট নির্বাচন করতে হবে। বুকিং এর অর্থ এরপর কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। বুকিং সংক্রান্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি গ্রাহকদের ট্র্যাক করার সুযোগ করে দিয়েছে সংস্থা। MyMG মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতিটি বুকিং এর রিয়েল টাইম আপডেট দেখতে পাওয়া সম্ভব হবে।

বুকিং করার পর থেকে প্রতিটি গাড়ি কারখানা থেকে তৈরি হয়ে ডিলারের কাছে পৌঁছানো এবং পরবর্তী পর্যায়ে তার ডেলিভারির জন্য সম্পূর্ণ প্রস্তুত হওয়া পর্যন্ত তথ্যগুলি প্রতিটি মুহূর্তে সংশ্লিষ্ট গ্রাহকের কাছে পৌঁছে যাবে এই অ্যাপ্লিকেশন মারফত। এমজি মোটর এর দাবি এর দাবি এর ফলে গ্রাহকরা তাদের গাড়ি কেনার ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে অতিরিক্ত স্বচ্ছতা উপলব্ধি করতে পারবেন। আগামী ২২ মে থেকে ধাপে ধাপে ক্রেতাদের কাছে পৌঁছে যাবে কমেট ইভি এর চাবি।

এমজি কমেট ইভি আদতে দুই দরজা এবং চার সিট যুক্ত ছোট চেহারার বৈদ্যুতিক গাড়ি। চেহারা ছোট হওয়ার ফলে শহর অঞ্চলের ব্যস্ততম রাস্তায় সহজেই নিজের রাস্তা অনুসরণ করে চলতে পারবে এটি। ব্যাটারি চালিত এই গাড়িটি উচ্চতায় ১৬৪০ মিমি, চওড়ায় ১৫০৫ মিমি। এর হুইল বেসের দৈর্ঘ্য ২০১০ মিমি। ব্রিটিশ গাড়ি নির্মাতা এমজি এই গাড়িতে দিয়েছে ১২ ইঞ্চির স্টিলের চাকা।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এমজি কমেট ইভি এর শক্তি ভান্ডার হিসাবে ব্যবহার করা হয়েছে ১৭.৩ কিলোওয়াট আওয়ার এর লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। এই ব্যাটারিটি IP67 সার্টিফিকেট সমৃদ্ধ এবং এতে মোট ৮ বছর অথবা ১.২০ লাখ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি মিলবে নির্মাতার পক্ষ থেকে। এমজি এর দাবি অনুযায়ী একবার চার্জে এটি প্রায় ২৩০ কিমি রাস্তা পাড়ি দিতে পারবে। একে চালিত শক্তি সরবরাহ করা ইলেকট্রিক মোটরটি সর্বোচ্চ ৪১ এইচপি এবং ১১০ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা রাখে।

এমজি কমেন্ট ইভি এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টা প্রতি ১০০ কিমি। ইকো, নরমাল এবং স্পোর্ট এই তিন ধরনের রাইডিং মোড রয়েছে এতে। পেস, প্লে এবং প্লাস এই তিনটি ভ্যারিয়েন্টের এক্স শোরুম মূল্য যথাক্রমে ৭.৯৮ লাখ টাকা, ৯.২৮ লাখ টাকা এবং ৯.৯৮ লাখ টাকা।