তেল না খেয়েই একটানা ৮০০ কিমি ছুটবে! MG Cyberster EV-র দর্শনে প্রেম জাগতে বাধ্য, লঞ্চ কি হবে এদেশে?

বৈদ্যুতিক গাড়ির বাড়বাড়ন্তের মুহূর্তে জন্মসূত্রে ব্রিটিশ সংস্থা এমজি মোটর (MG Motor) এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে ইলেকট্রিক ভেহিকেলের পোর্টফোলিও-র সম্প্রসারণে বিশেষ উদ্যোগী হয়েছে সংস্থাটি। সম্প্রতি ভারতে সস্তার ইভি Comet EV লঞ্চের পর এবার বিশ্ববাজারে আরও এক নতুন মডেল আনতে চলেছে তারা। Cyberster নামে একটি ইলেকট্রিক রোডস্টার গাড়ির চূড়ান্ত মডেল প্রকাশ্যে এনেছে তারা। এই নতুন মডেল উন্মোচনের অনুষ্ঠান ব্রিটেনে সম্পাদিত হয়েছে। প্রসঙ্গত, ২০২০ সালে এটি কনসেপ্ট ভার্সনে অটো সাংহাই-তে আত্মপ্রকাশ করেছিল। সে সময় সংস্থার তরফে দাবি করা হয়েছিল, ফুল চার্জে ৮০০ কিলোমিটার ছুটতে পারবে এটি।

MG Motor এ বছর আনছে নতুন ইলেকট্রিক গাড়ি Cyberster

এ বছর আগস্টে ‘সাইবারস্টার’ লঞ্চ করতে পারে এমজি। ৫০,০০০ পাউন্ড দামে বাজারে পা রাখতে পারে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫১.১৯ লক্ষ টাকা। তবে ভারতে গাড়িটি লঞ্চের তেমন কোন সম্ভাবনা নেই বললেই চলে। আপাতত ভারতীয়দের জন্য Comet EV ও ZS EV গাড়ি দুটিই অফার করা হবে।

সেই নব্বইয়ের দশক থেকে এমজি T-Series, MGA, MGB এবং F – এই ক্লাসিক রোডস্টার মডেলগুলির জন্য বাজারে যথেষ্ট নাম কামিয়েছে। তবে Cyberster গাড়িটি উপরিউক্ত মডেলগুলির থেকে কোনরকম ডিজাইন নেয়নি বলেই মনে করা হচ্ছে। উপরন্তু এতে আধুনিকতার বেশ কিছু সংমিশ্রণ নজরে পড়বে। যেমন দীর্ঘ বনেট, সিজর ডোর, আগ্রাসী বাম্পার এবং একটি ক্লিন সাইড প্রোফাইল। আবার Porsche-র থেকে অনুপ্রাণিত হয়ে এলইডি হেডল্যাম্প দেওয়া হয়েছে এতে।

MG Cyberster EV-এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং হুইলবেস যথাক্রমে ৪,৫৩৫ মিমি, ১,৯১৩ মিমি, ১,৩২৯ মিমি ও ২,৬৯০ মিমি। যা দেখে বলা যায়, ডাইমেনশনের দিক থেকে Cyberster EV, 2023 Mazda MX-5 Miata-র থেকে সামান্য বড়। এমজি-র মডেলটির কার্ব ওয়েট ১,৯৮৫ কেজি অথবা ১,৮৫০ কেজি। যা নির্ভর করছে, ক্রেতারা গাড়িটি ডুয়েল মোটর নাকি সিঙ্গেল মোটর ভার্সনে কিনছেন।

MG Cyberster EV প্রতি ঘন্টায় ২০০ কিলোমিটার গতিবেগ তুলতে পারবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এতে উপস্থিত একটি ফ্রন্ট অ্যাক্সেল মাউন্টেড ইলেকট্রিক মোটর। যা থেকে ২০১ এইচপি শক্তি উৎপন্ন হবে। আর অ্যাক্সেল মাউন্টেড ইলেকট্রিক মোটরের আউটপুট হবে ৩৩৫ এইচপি। এখনও পর্যন্ত গাড়িটির ব্যাটারির ক্ষমতা সম্পর্কিত কোন তথ্য সামনে আসেনি। আশা করা হচ্ছে এতে দেওয়া হতে পারে একটি ৬৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা MG4 EV এর থেকে নেওয়া হতে পারে।