Upcoming Cars in January: অপেক্ষার ইতি ঘটিয়ে জানুয়ারিতে ভারতে আসছে এই ৫ গাড়ি

২০২২ সালে অভূতপূর্ব সাফল্যে ভর করে নতুন বছরে নব উদ্যমে ঝাপাতে চলেছে এদেশের গাড়ি বিক্রেতারা। দীর্ঘ তিন বছরের শীতঘুম কাটিয়ে আর কয়েক দিনের মধ্যেই দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে অটো এক্সপো। আর এই ইভেন্টের দৌলতে ভারতের বুকে হাজির হতে চলেছে এক ঝাঁক নতুন চার চাকা। বেশ কিছু নির্মাতা তো কয়েকদিন আগেই ঘোষণা করে রেখেছে তাদের নতুন বছরে আত্মপ্রকাশ করা গাড়ির তালিকা। ২০২৩ সালের জানুয়ারিতে লঞ্চ হতে চলা বেশিরভাগ গাড়িই হতে চলেছে এসইউভি। তালিকায় কারা? এক ঝলকে দেখে নেওয়া যাক সেটা।

MG Hector 2023

২০২২ সালে ভারতের বুকে বিক্রির নিরিখে রেকর্ড স্থাপন করেছে এই গাড়ি নির্মাতা। কয়েক মাস আগেই এমজি মোটর তাদের এসইউভি Hector-র নতুন জেনারেশনের উপর থেকে পর্দা সরিয়েছে। এমনকি এই গাড়িটির বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে বিভিন্ন সমাজ মাধ্যমে। নতুন এসইউভি মডেলটিতে যুক্ত হয়েছে আগের তুলনায় অনেক বেশি অ্যাগ্রেসিভ ডিজাইনের গ্রিল, সরু হেডলাইট ইউনিট, নতুন বাম্পার এবং এর সাথে বহিরঙ্গে বদল ঘটেছে আরো কিছু। এমজি মোটর ইতিমধ্যেই জানিয়েছে যে নতুন হেক্টর গাড়িটিতে যুক্ত হয়েছে ১৪ ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে, যা কমপ্যাক্ট এসইউভি সেগমেন্টে প্রথম। এছাড়াও এতে থাকবে ADAS বৈশিষ্ট্য।

BMW X1 2023

আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যেই বিএমডব্লিউ তার এন্ট্রি লেভেল এসইউভি X1-র প্রথম প্রজন্মের মডেল নিয়ে এসেছে। আর এবার তা ভারতে আসার পালা। আগামী ৭ জানুয়ারি জার্মানির এই প্রখ্যাত গাড়ি নির্মাতার হাত ধরে নতুন একটি এসইউভি মডেল ছাড়াও আত্মপ্রকাশ করবে আরও বেশ কয়েকটি গাড়ি। নতুন এই সংস্করণে চেহারায় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বদল এসেছে বেশ কিছু ডিজাইনেও। এমনকি X1-র অন্দরমহলে বিভিন্ন তথ্য দেখার জন্য বসেছে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন ডিসপ্লে, যা এর পূর্ববর্তী ভারতীয় সংস্করণের তুলনায় বেশ খানিকটা বড়। আশা করা হচ্ছে যে BMW তার এই এসইউভি মডেলটিতে তিনটি আলাদা ইঞ্জিন অপশন হিসেবে রাখবে। এগুলি হল ১.৫ লিটার পেট্রোল, ২.০ লিটার পেট্রোল এবং ডিজেল ইউনিট।

BMW X7 2023

বিএমডব্লিউর আরো একটি নতুন চমকের মধ্যে রয়েছে X7-র ফেসলিফ্ট ভার্সান। এই নতুন সংস্করণে থাকছে ৩.০ লিটার টার্বো চার্জ ইনলাইন ৬ সিলিন্ডার যুক্ত পেট্রল ইঞ্জিন, যা থেকে ৩৫২ এইচপি শক্তি উৎপাদিত হয়। এছাড়াও রয়েছে ডিজেল ভ্যারিয়েন্ট যার সর্বোচ্চ পাওয়ার ৩৫২ এইচপি। তবে এই দুটি ইঞ্জিনের সঙ্গেই ৪৮ ভোল্টের মাইল্ড হাইব্রিড প্রযুক্তি যুক্ত থাকবে। BMW X7-র আপডেট এর মধ্যে রয়েছে সামনে থাকা কিডনির আকৃতির ফ্রন্ট গ্রিল, ক্যাস্কেট গ্রিল লাইটিং এবং এলইডি ডিআরএল যুক্ত স্প্লিট এলইডি হেডলাইট। উপরন্তু ২০২৩ ষডেলের ড্যাশবোর্ডে রয়েছে সম্পূর্ণ নতুন ধরনের বৃহদাকার কার্ভ স্কিন যুক্ত ডিসপ্লে।

BMW 7 সিরিজ

এটি বিএমডব্লিউর এই বছরের নতুন লঞ্চ হতে চলা তৃতীয় মডেল যার প্রধান আকর্ষণীয় অংশ হল পিছনে বসা যাত্রীদের জন্য এন্টারটেইনমেন্ট স্ক্রিন। গাড়িটির ভেতরে রয়েছে ৩১.৩ ইঞ্চির 8K ডিসপ্লে যা উপরের ছাদ থেকে ঝোলানো অবস্থায় থাকবে। প্রয়োজনে এই স্ক্রিনটি ফোল্ড করেও রাখা যাবে। স্বাভাবিকভাবেই ভারতের বাজারে গাড়ির বিনোদন ব্যবস্থাকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে এই নতুন ডিসপ্লে। বিএমডব্লিউ ৭ সিরিজের গাড়িতে প্রাণভোমরা হিসেবে থাকবে ৩.০ লিটার পেট্রোল ও ডিজেল ইঞ্জিন যার সাথে যুক্ত রয়েছে ৪৮ ভোল্টের মাইল্ড হাইব্রিড প্রযুক্তি।

Mahindra Thar 2-wheel Drive

পিছিয়ে নেই ভারতীয় সংস্থা মাহিন্দ্রাও। চলতি মাসেই লঞ্চ করতে চলেছে তাদের অফ-রোড এসইউভি Thar-র কমদামী সংস্করণ। ইতিমধ্যেই এদেশের আনাচে-কানাচে টেস্ট রাইড করতে দেখা গিয়েছে একে। থরের এই নতুন টু-হুইল ড্রাইভ সংস্করণটিতে সামান্য কিছু কসমেটিক পরিবর্তন চোখে পড়বে। এর সেন্ট্রাল কনসোলে থাকবে অটো স্টার্ট/স্টপ ফাংশন এবং লক/আনলক বোতাম। রিয়ার হুইল ড্রাইভ প্রযুক্তিযুক্ত এই এসইউভিতে চালিকা শক্তি যোগাবে ২.০ লিটারের পেট্রোল এবং ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন।

Subhadip Dasgupta

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

5 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

5 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

6 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

8 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

9 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

9 hours ago