HPCL-এর পেট্রল পাম্পে বসবে EV চার্জিং স্টেশন, বৈদ্যুতিক গাড়ি মালিকদের সুখবর শোনাল MG Motor

বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে পেট্রোল পাম্পের মত ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশনের সংখ্যা বাড়ানো অনিবার্য। একথা উপলব্ধি করে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিল এমজি মোটর (MG Motor)। রাষ্ট্রায়ত্ত…

বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে পেট্রোল পাম্পের মত ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশনের সংখ্যা বাড়ানো অনিবার্য। একথা উপলব্ধি করে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিল এমজি মোটর (MG Motor)। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা এইচপিসিএল-এর (HPCL) সাথে কৌশলগত অংশীদারিত্বে চুক্তিবদ্ধ হয়েছে তারা। দুই সংস্থা সম্মিলিতভাবে দেশের শহরাঞ্চল এবং হাইওয়ের নিকটে ৬০ কিলোওয়াট পর্যন্ত ডিসি ফাস্ট চার্জার ইন্সটল করবে। এগুলি এইচপিসিএল-এর পেট্রোল পাম্পগুলিতে বসানো হবে।

HPCL-এর সাথে হাত মেলালো MG Motor

ইভি চার্জিং স্টেশনের হদিস পেতে সহায়তা করবে MyMG মোবাইল অ্যাপ এবং HPCL-এর নেটওয়ার্ক টুল। এতে সুবিধা হবে এদেশের MG ZS EV-র ক্রেতাদের। আবার CCS 2 চার্জিং বিধি ব্যবহার হয় এমন অন্যান্য বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রেও এই চার্জিং স্টেশন উপযোগী।

ভারতের অন্যতম বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি বিক্রয়কারী সংস্থা এমজি মোটর ইতিমধ্যেই আরো একাধিক প্রোভাইডারের সাথে হাত মিলিয়েছে। লক্ষ্য নিজেদের চার্জিং নেটওয়ার্কের সম্প্রসারণ। Zeon-এর সাথে হাত মিলিয়েছিল তারা। যৌথভাবে তারা এ দেশে ৩০০-র বেশি ইভি চার্জার অফার করার অঙ্গীকার করেছে।

এমজি মোটর জানিয়েছে, এই চার্জিং স্টেশনগুলিতে যে সব বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীরা পরিষেবা নিতে আসবেন, তাদের জন্য লয়্যালটি রিওয়ার্ডস এবং এক্সক্লুসিভসিভ প্রোমোশন অফার করা হবে। জানিয়ে রাখি, বর্তমানে ভারতে দু’টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করছে এমজি – কমেট ইভি এবং জেডএস ইভি।