বৈদ্যুতিক গাড়ির জন্য 1 হাজার EV চার্জার বসাবে MG Motor

১ হাজার দিনে গোটা দেশে ১ হাজার ইলেকট্রিক ভেহিকেল চার্জার ইন্সটলের লক্ষ্যমাত্রা পূরণে পদক্ষেপ নিল এমজি মোটর (MG Motor)৷ গত শুক্রবার প্রথম ইভি চার্জার বসানো হয়েছে জয়পুরে৷ সেখানে একটি আবাসন লাগোয়া জায়গায় চার্জারটি রাখা হয়েছে৷ যাতে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীদের পাবলিক চার্জিং স্টেশন খুঁজতে গিয়ে বেগ পেতে না হয়৷

এই উদ্যোগের নামকরণ করা হয়েছে এমজি চার্জ (MG Charge)৷ সংস্থার তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, আগামী ১ হাজার দিনে ১ বসতি এলাকায় ১ হাজার স্মার্ট এসি ফাস্ট চার্জার ইন্সটল করবে এমজি মোটর ইন্ডিয়া। যাতে ইলেকট্রিক গাড়ি দ্রুত চার্জ হয়ে যায়।

জয়পুরে বসানো এমজি মোটর-এর স্মার্ট ইলেকট্রিক ভেহিকেল চার্জারে ইনবিল্ট সিম এবং চার্জার ম্যানেজমেন্ট সিস্টেম সাপোর্ট করে। এতে দু’টি টাইপ টু চার্জার রয়েছে৷ ২৪x৭ বিদ্যুৎচালিত গাড়ির ব্যাটারি চার্জ দেওয়া যাবে এতে। প্রসঙ্গত, এমজি মোটর তাদের চার্জিং নেটওয়ার্কের বিস্তার ঘটাতে সম্প্রতি জিও-বিপি এবং ভারত পেট্রলিয়াম-এর সাথে জোট বেঁধেছে।

এখন ভারতে একটিই ইলেকট্রিক গাড়ি বিক্রি করে সংস্থাটি৷ গত মার্চে ভারতে লঞ্চ হয়েছে 2022 MG ZS EV। যা তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ির আপডেটেড সংস্করণ৷ এতে ৫০.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি আছে, যা সম্পূর্ণ চার্জে ৪৬১ কিমি পথ অতিক্রম করতে পারে। এর মোটর থেকে ১৭৪ বিএইচপি ক্ষমতা এবং ২৮০ এনএম টর্ক পাওয়া যায়। আবার ভারতীয় বাজারকে মাথায় রেখে একটি নতুন ব্যাটারি পরিচালিত গাড়ি নিয়ে কাজ করেছে এমজি মোটর। ২০২৩-এর প্রথমার্ধে এখানে আত্মপ্রকাশ করবে নয়া মডেলটি।