Categories: Automobile

বর্ষায় গাড়ির মধ্যেকার স্যাঁতসেঁতে ভাব কীভাবে দূর করবেন? এই 5 টোটকায় মুশকিল আসান

গরমের দাপট পেরিয়ে বর্ষা এবার দরজায় কড়া নাড়ছে। চলতি সপ্তাহেই কেরালার উপকূলে হাজির হয়েছে মৌসুমী বায়ু। আর কয়েক সপ্তাহের মধ্যেই আসমুদ্রহিমাচল জুড়ে বিস্তৃত হবে এই মৌসুমী অক্ষরেখা। বর্ষার দিন আসতেই নিজের গাড়ির অতিরিক্ত যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে। সেই কারণেই এই সময় গাড়ির মালিকদের খানিকটা বাড়তি নজরদারির দরকার। বর্ষার সময় অতিরিক্ত বর্ষণের কারণে রাস্তাঘাট থেকে আরম্ভ করে আবহাওয়া সমস্ত কিছুই থাকে অতিরিক্ত জলকণায় পরিপূর্ণ। এই সময় সেই কারণেই গাড়ির অন্দরমহলেও ভেজা ভেজা ভাব অনুভূত হয়। যা রীতিমতো মাথা ব্যাথার কারণ হয়ে ওঠে। তবে এই মাথাব্যথা কমাতে সহজ কিছু পন্থা অবলম্বন করুন আজ থেকেই।

বর্ষাকালে গাড়ির স্যাঁতসেঁতে ভাব দূর করার সহজ টিপস –

জল ঢোকার রাস্তা খুঁজে বের করা

এই সময় প্রবল বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর ফলে অনেক ক্ষেত্রেই কেবিনের ভিতরের অংশে বৃষ্টির জলকণার প্রাদুর্ভাব দেখতে পাওয়া যায়। প্রথমে খুঁজে বের করতে হবে এর কারণ কী। অনেক সময় সানরুফ যুক্ত গাড়ির উপরের কাঁচের চারপাশে থাকা রবারের গ্যাসকিড এর পাশে ময়লা জমে সেখান থেকেই জলকণা ভেতরে প্রবেশ করার ঘটনা ঘটতে পারে। একইভাবে জানালার কাচের ফাঁক দিয়েও আসতে পারে বৃষ্টির জলের ধারা। তাই যদি এই সমস্যাগুলি সাধারণভাবে সমাধান করা যায় তো ভালো নয়তো অবশ্যই সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে দক্ষ ব্যক্তিকে দিয়ে এই কাজ সম্পাদন করতে হবে।

জল বেরোনোর প্লাগ খুলে দেওয়া

কোনো কারণে কেবিনের ভিতরে অতিরিক্ত জল জমলে তা সহজেই বের করার জন্য ফ্লোর ম্যাটের নিচে একটি ছোট ছিদ্র দেওয়া থাকে। এই ছিদ্রপথের মুখ গাড়ির নিচের অংশে একটি ঢাকনা দ্বারা বন্ধ করা অবস্থায় রাখা হয়। এটি খুলে দিলেই ভিতরে জমা জল নিমেষেই গায়েব। বেশিরভাগ গাড়ির ক্ষেত্রেই এই ড্রেন প্লাগ নিচের দিকে থাকলেও কোনো কোনো নির্দিষ্ট মডেলে তা খুঁজে পেতে সমস্যায় পড়তে হতে পারে। সেক্ষেত্রে গাড়ির ম্যানুয়াল বই দেখার পরামর্শ দিচ্ছি আমরা।

মাইক্রোফাইবার যুক্ত কাপড়ের মাধ্যমে জল শুষে নেওয়া

জানলার কাঁচ ভুলবশত খোলা থাকলে বৃষ্টির প্রবল ছাটে ভিজে যেতে পারে গাড়ির সিট এবং ভিতরের বিভিন্ন অংশ। এই ভেজা অংশগুলিকে অতি দ্রুত শুকিয়ে ফেলার জন্য প্রয়োজন পড়বে উন্নত মানের মাইক্রো ফাইবারযুক্ত কাপড় কিংবা তোয়ালের। গাড়ির অন্দরমহলে যে সমস্ত জায়গায় জল লেগে থাকবে সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে এই কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। যদিও এই সম্পূর্ণ প্রক্রিয়াটি নিখুঁতভাবে শেষ করতে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।

পোর্টেবল ফ্যানের ব্যবহার

মাইক্রো ফাইবার কাপড় দিয়ে ভালোমতো মুছে ফেলার পরেও জলীয়ভাব দূর করতে জানলার কাঁচ নামিয়ে বাইরের মুক্ত বাতাস ভেতরে প্রবেশ করতে দিন। তবে এই কাজকে ত্বরান্বিত করার জন্য পোর্টেবল ফ্যানের সাহায্য নেওয়া যেতে পারে। সম্ভব হলে ব্যবহার করতে হবে হেয়ার ড্রায়ার। তবে সিট এবং কেবিনের ভিতরের অন্যান্য অংশগুলি অত্যন্ত সৌখিন হওয়ায় হেয়ার ড্রায়ারের তাপমাত্রা যতটা সম্ভব কমিয়ে রাখাই শ্রেয়।

জলীয় বাষ্প নিয়ন্ত্রণে সিলিকা জেলের ব্যবহার

এই সমস্ত ধাপ অনুসরণ করার পরেও যেটুকু জলকণা কেবিনের মধ্যে অবশিষ্ট রয়েছে তা একদম সহজে সরিয়ে ফেলতে প্রয়োজন পড়ে সিলিকা জেলের। গাড়ির ভেতরের অংশে বিভিন্ন জায়গায় সিলিকা জেলের ছোট পাউচ রাখতে পারলে তা ভিতরের জলীয় বাষ্পকে অতি সহজেই শুষে নিতে পারে। এর ফলেই আপনার গাড়ির অন্দরমহল হয়ে উঠবে একদম শুকনো।

উপরের এই পদ্ধতি গুলো অনুসরণ করে আপনার গাড়িকে যত্নে রাখা খুব একটা কঠিন কাজ নয়। এছাড়াও সর্বক্ষণ গাড়ির জালনার কাঁচ বন্ধ রেখে বাতানুকূল যন্ত্র ব্যবহার না করে কখনো কখনো কাঁচ নামিয়ে বাইরের শুদ্ধ বাতাস ভেতরে প্রবেশ করতে দিন। এর পাশাপাশি অন্দরমহলের মধ্যে তরতাজা ভাব বজায় রাখতে ব্যবহার করতে পারেন বিভিন্ন সুগন্ধি।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

5 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

5 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

6 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

8 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

8 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

9 hours ago