ক্রাশে হাবুডাবু খাবে মেয়েরা, পুজোর আগেই দুর্ধর্ষ KTM 390 Duke অফারে কিনে ফেলুন

গত মাসে হৈচৈ ফেলে ভারতীয় বাইকপ্রেমীদের জন্য নতুন প্রজন্মের KTM 390 Duke লঞ্চ হয়েছে। কেটিএম ইন্ডিয়া (KTM India) তাদের এই আইকনিক বাইকটির এক্স-শোরুম মূল্য ৩.১১…

গত মাসে হৈচৈ ফেলে ভারতীয় বাইকপ্রেমীদের জন্য নতুন প্রজন্মের KTM 390 Duke লঞ্চ হয়েছে। কেটিএম ইন্ডিয়া (KTM India) তাদের এই আইকনিক বাইকটির এক্স-শোরুম মূল্য ৩.১১ লাখ টাকা ধার্য করেছে। পুরনো ৩৭৩ সিসির বদলে আরও শক্তিশালী ৩৯৯ সিসি ইঞ্জিন পেয়েছে বাইকটি। নয়া মডেলটি দেখতেও এখন আরও আকষর্ণীয়। BMW G 310 R, Bajaj Dominar 400, Triumph Speed 400 ও TVS Apache RTR 310-কে টেক্কা দেবে 390 Duke। বর্তমানে এটি একটিমাত্র ভ্যারিয়েন্টে উপলব্ধ।

2023 KTM 390 Duke এভাবে সহজ কিস্তিতে কিনে ফেলুন

ইতিবাচক রিভিউ কথা শুনে তথা ছবি দেখে ইতিমধ্যেই বাইকটি কেনার সাধ জাগছে অনেকের মধ্যে। কিন্তু নগদ অর্থের অভাব আপনার এই সাধ পূরণে বাধা সৃষ্টি করছে? চিন্তা কিসের, অল্প কিছু ডাউনপেমেন্ট করে 2023 KTM 390 Duke বাড়ি নিয়ে আসতেই পারেন।
কিন্তু লোনে কেনার ক্ষেত্রে কত টাকা ডাউনপেমেন্ট করলে, মাসিক সুদের পরিমাণ কেমন পড়বে, এই নিয়ে বড় প্রশ্নের সম্মুখীন হতে দেখা যায় ক্রেতাদের।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার আলাদা। আবার লোন পরিশোধের জন্য গ্রাহকদের নিজের পছন্দমত সময়সীমা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। কিন্তু আলোচনার সুবিধার জন্য এই প্রতিবেদনে সুদের হার ১০ শতাংশ এবং লোন পরিশোধের সময়সীমা ৩ বছর ধরে নেওয়া হল।

প্রথমেই উল্লেখ করা হয়েছে, 2023 KTM 390 Duke একটি মাত্র ভ্যারিয়েন্টে কেনা যাবে। এর স্ট্যান্ডার্ড মডেলটির অন-রোড দাম পড়বে ৩.৫৮ লাখ টাকা। বাইকটি বাড়ি আনতে হলে যদি এককালীন ৭২,০০০ টাকা ডাউনপেমেন্ট করা হয়, সেক্ষেত্রে ৩ বছর পর্যন্ত প্রতি মাসে ৯,২৩১ টাকা ইএমআই জমা করতে হবে।