Skoda Slavia ভারতে আগামীকাল লঞ্চ হচ্ছে, এই SUV সম্পর্কে যে বিষয়গুলি জেনে রাখবেন

Skoda Slavia আগামীকাল আনুষ্ঠানিক ভাবে ভারতের বাজারে আত্মপ্রকাশ করছে। দামও একই দিনে ঘোষণা করবে স্কোডা। এই মাঝারি সাইজের প্রিমিয়াম এসইউভির 1.0 লিটার TSI ভ্যারিয়েন্ট সোমবার এবং 1.5 লিটার TSI মডেল বৃহস্পতিবার লঞ্চ হবে।

নতুন Skoda Slavia এ দেশে তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে – Active, Ambition, এবং Style। আবার পাওয়া যাবে পাঁচটি কালার অপশনে – কার্বন স্টিল, ক্যান্ডি হোয়াইট, ব্রিলিয়ান্ট সিলভার, টর্নেডো রেড, এবং ক্রিস্টাল ব্লু।

2022 Skoda Slavia-র ১.০ লিটার টিএসআই ইঞ্জিন ১১৩ এইচপি এবং ১৭৮ এনএম আউটপুট দেবে। আর ১.৫ লিটার টিএসআই ইঞ্জিনটি থেকে ১৪৮ এইচপি শক্তি এবং ২৫০ এনএম টর্ক পাওয়া যাবে। ৬-গতির গিয়ার বক্স প্রতিটি পাওয়ারট্রেন অপশনে স্ট্যান্ডার্ড হিসেবে থাকবে।

স্কোডা স্লাভিয়া সেগমেন্টে সবচেয়ে পাওয়ারফুল গাড়ি হবে বলেও জল্পনা শোনা যাচ্ছে। এসইউভিটির উল্লেখযোগ ফিচারগুলির মধ্যে থাকবে ইলেকট্রিক সানরুফ, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে সাপোর্ট-সহ ১০ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ক্রুজ কন্ট্রোল, ওয়্যারলেস চার্জিং, প্রভৃতি।