2021 TVS Apache RTR 160R 4V আরও উন্নত ফিচারের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন

কিছুটা অপ্রত্যাশিতভাবে আজ লঞ্চ হল যুব সম্প্রদায়ের অন্যতম পছন্দের মোটরবাইক 2021 TVS Apache RTR 160 4V। তিনটি ভ্যারিয়েন্টের সাথে আসা বাইকটির মূল আকর্ষণ হল, এতে…

কিছুটা অপ্রত্যাশিতভাবে আজ লঞ্চ হল যুব সম্প্রদায়ের অন্যতম পছন্দের মোটরবাইক 2021 TVS Apache RTR 160 4V। তিনটি ভ্যারিয়েন্টের সাথে আসা বাইকটির মূল আকর্ষণ হল, এতে রয়েছে তিনটি আলাদা রাইডিং মোড, যা এর স্ট্যান্ডার্ড এবং স্পেশাল উভয় এডিশনেই উপলব্ধ। নয়া ভার্সনের 2021 TVS Apache RTR 160 4V-এর বহিরাঙ্গে চমকদার ডিজাইন চোখ এড়াবে না।

2021 TVS Apache RTR 160 4V এর ফিচার

টিভিএস স্মার্টকানেক্ট (SmartXonnect) ফিচারের সাথে লঞ্চ হয়েছে ২০২১ টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি। যার সাহায্যে চালক তার বাইকের সাথে ব্লুটুথের মাধ্যমে পেয়ারিং করতে পারবেন নিজের স্মার্টফোনটিকে। এর ফলে নেভিগেশন অ্যাসিস্ট, কলার আইডি, এসএমএস নোটিফিকেশন, লাস্ট পার্কড লোকেশন সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য অতি সহজেই জানা যাবে। এছাড়াও এলইডি হেড ল্যাম্পটির সাথে এলইডি ডেটাইম রানিং লাইটটি যুক্ত রয়েছে। গিয়ার শিফটার ইন্ডিকেটর, রেডিয়্যাল রিয়ার টায়ারের মত আরও অত্যাধুনিক ফিচার থাকছে এতে।

2021 TVS Apache RTR 160 4V স্পেশাল এডিশনের ফিচার

স্পেশাল এডিশনের ২০২১ টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি বাইকটির বহিরাঙ্গে রয়েছে চমকদার কালার থিম। ম্যাট ব্ল্যাক কালার থিম ও রেড অ্যালয় হুইল বিকল্পের সাথে এটি এসেছে। এছাড়াও নতুন সিট প্যাটার্ন, নয়া হেড ল্যাম্প ডিজাইন, অ্যাডজাস্টেবল ক্লাচ এবং ব্রেক লিভার সহ একাধিক আকর্ষণীয় ফিচারের সাথে লঞ্চ হয়েছে বাইকটি। এর তিনটি আলাদা রাইডিং মোড হল – আরবান, স্পোর্ট এবং রেইন।

2021 TVS Apache RTR 160 4V এর রঙ

২০২১ টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি বাইকটি তিনটে রংয়ের বিকল্পে এসেছে। যেগুলি হল রেসিং রেড, মেটালিক ব্লু এবং নাইট ব্ল্যাক।

2021 TVS Apache RTR 160 4V এর ইঞ্জিন

নতুন ভার্সনের স্পোর্টস বাইকটির ইঞ্জিন সেরকম কোনো পরিবর্তন করা হয়নি বললেই চলে। আগের মতই এটিতে সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ফুয়েল ইঞ্জেক্টটেড ১৫৯.৭ সিসি ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৯২৫০ আরপিএম গতিবেগে ১৭.৬৩ পিএস শক্তি এবং ৭২৫০ আরপিএম গতিবেগে সর্বাধিক ১৪.৭৩ এনএম টর্ক পাওয়া যাবে।

2021 TVS Apache RTR 160 4V এর দাম

২০২১ টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি স্পেশাল এডিশনটির দাম ১,২১,৩৭২ টাকা (এক্স-শোরুম, দিল্লি)‌। এটি ড্রাম ব্রেক, সিঙ্গেল ডিস্ক এবং রিয়ার ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টের বিকল্পে উপলব্ধ। টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি এর স্ট্যান্ডার্ড ভার্সনটির দাম ১,১৫,২৬৫ টাকা থেকে ১,৩০,০৫০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)‌ ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত, 2021 TVS Apache RTR 160 4V এর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে Suzuki Gixxer, Yamaha FZ-S V3, Pulsar NS160, and the Hero Xtreme 160R। স্পোর্টি বাইক সেগমেন্টের বাইকগুলির মধ্যে টিভিএস-এর এই মডেলটি ইতিমধ্যেই ইতিবাচক সাড়া পেয়েছে। তাই পুজোর মরসুমে নতুন রুপে মোটরবাইকটির আত্মপ্রকাশের পর এর জনপ্রিয়তা আরো বাড়বে বলেই আশাবাদী TVS।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন