Oben electric plans to open 50 new showrooms in fy25

Oben Electric: কমবে দূষণ, রাস্তায় শুধু ছুটে বেড়াবে ই-বাইক, বেঙ্গালুরুর সংস্থার বড় প্ল্যান

বেঙ্গালুরুর বৈদ্যুতিক বাইক নির্মাতা ওবেন ইলেকট্রিক (Oben Electric) ভারতে তাদের ব্যবসা সম্প্রসারণে জোর বাড়াচ্ছে। দেশের বিভিন্ন শহরে ই-বাইকের আউটলেট চালুর লক্ষ্যে এগোচ্ছে সংস্থা। বেঙ্গালুরুতে গত বছর Rorr মডেলের বিক্রি শুরুর মাধ্যমে তাদের পথচলা শুরু হয়েছিল। এবার দিল্লি এনসিআর, পুণে এবং কেরলেও পা রেখেছে তারা। সম্প্রতি বেঙ্গালুরুতে ওবেনের চারটি নতুন শোরুম উদ্বোধন হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে দেশের ১২টি বড় শহরে ৫০টি শোরুম উদ্বোধনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সংস্থা।

Oben Electric ভারতে 50টি নতুন শোরুম খুলবে

বেঙ্গালুরুর বাইরে ওবেন ইলেকট্রিক দিল্লির পিতাম্পুরা, পুণের ওয়াকাদ এবং কেরলের কোচি ও ত্রিবান্দ্রামে আউটলেট উদ্বোধন করেছে। বেঙ্গালুরুর বনশঙ্করী, রাজাজিনগর, এবং ইলেকট্রনিক সিটি’তে তাদের শোরুম রয়েছে। সেখানে তাদের মোট আটটি শোরুম রয়েছে, যেগুলি সম্পূর্ণরূপে কোম্পানির নিয়ন্ত্রণাধীন।

ওবেন ইলেকট্রিকের প্রতিষ্ঠাতা এবং সিইও মধুমিতা আগারওয়াল বলেন, “বিভিন্ন শহরে নতুন শোরুম লঞ্চের ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত। যা আমাদের ব্যবসা সম্প্রসারণের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বেঙ্গালুরুর পাশাপাশি দিল্লি, পুণে এবং কেরলের বাজারে কৌশলগত পদার্পণ আমাদের ব্যবসায় উন্নতি বজায় রাখতে সহায়তা করবে। একই সাথে ভারতের ইলেকট্রিক ভেহিকেল শিল্পে আমরা আমাদের অবস্থান পাকাপোক্ত করে চলেছি।”

https://techgup.com/automobile/oben-electric-plans-to-open-50-new-showrooms-in-fy25/
Oben Electric: কমবে দূষণ, রাস্তায় শুধু ছুটে বেড়াবে ই-বাইক, বেঙ্গালুরুর সংস্থার বড় প্ল্যান

ওবেনের নতুন এক্সপেরিয়েন্স সেন্টারগুলিতে থাকবে বড়সড় জায়গা। এমনকি অ্যাক্সেসরিজ এবং ক্রেতাদের ভালো অভিজ্ঞতার প্রদানের জন্য আলাদা জায়গা বরাদ্দ থাকবে। প্রসঙ্গত, ওবেন বর্তমানে একটি মাত্র ইলেকট্রিক মোটরসাইকেল বিক্রি করে, যার নাম Rorr। পারফরম্যান্সের দিক থেকে এটি ১৫০-১৬০ সিসি পেট্রল বাইকের সমান।

Oben Rorr-এ উপস্থিত পিএমএস মোটর থেকে ৮ কিলোওয়াট শক্তি উৎপন্ন হয়। যা ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে সময় নেয় মাত্র ৩ সেকেন্ড। প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ১০০ কিলোমিটার। ৪.৪ কিলোওয়াট এলপিএফ ব্যাটারি ফুল চার্জে ১৮৭ কিলোমিটার রেঞ্জ দেয় বলে দাবি করে কোম্পানি। ব্যাটারিটি ০-১০০% চার্জ হতে সময় নেয় ২.৫ ঘন্টা। বাইকটির দাম ১.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।