Categories: Automobile

ইলেকট্রিক স্কুটার ও বাইকে দীপাবলির ছাড়, ক্যাশ ডিসকাউন্ট সহ পাবেন ফ্রি অ্যাক্সেসরিজ

দীপাবলির আলোর রোশনাইয়ে মেতে উঠতে প্রস্তুত গোটা দেশ। সর্বত্রই যেন সাজো সাজো রব। দীপাবলি উপলক্ষে Odysse Electric Vehicle ক্রেতাদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় সব অফার। লিমিটেড টাইম এই স্কিমে ৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট ও ২৫০০ টাকা পর্যন্ত বিনামূল্যে অ্যাক্সেসরিজ প্রাপ্তির সুযোগ থাকছে।

মুম্বাই কেন্দ্রিক স্টার্টআপ সংস্থা হল Odysse বিভিন্ন ব্যাটারি পরিচালিত টু-হুইলার মডেল বিক্রি করে থাকে। তাদের ঝুলিতে রয়েছে একঝাঁচক ইলেকট্রিক বাইক ও চারটি ইলেকট্রিক স্কুটার। যাদের নাম যথাক্রমে- Vader, Evoqis, Hawk, E2Go, E2Go+, V2, V2+ এবং Trot।

Vader হল একটি পূর্ণাঙ্গ ইলেকট্রিক মোটরসাইকেল। এতে রয়েছে ৭ ইঞ্চির অ্যান্ড্রয়েড ডিসপ্লে, চারটি ড্রাইভ মোড, ১৮ লিটার বুট স্পেস, গুগল ম্যাপ নেভিগেশন সহ আরো আকর্ষণীয় সব ফিচার। অন্যদিকে, Evoqis এর একটি উল্লেখযোগ্য ফিচার হলো চাবি ছাড়া স্টার্ট দেওয়ার ব্যবস্থা, অ্যান্টিথেফ্ট লক এবং মোটর কাট অফ সুইচ। উপরন্তু এক্ষেত্রেও চার ধরনের ড্রাইভিং মোড উপলব্ধ রয়েছে।

এবার সংস্থার ইলেকট্রিক স্কুটারে নজর দিলে প্রথমেই নাম আসে যে মডেলটির তা হল- Hawk। এটি ভারতের প্রথম ই-স্কুটার যা ক্রুজ কন্ট্রোল এবং মিউজিক সিস্টেম অফার করে। অন্যদিকে E2Go ও E2Go+ ই-স্কুটারে পোর্টেবল ব্যাটারি, ইউএসবি চার্জিং, ডিজিটাল স্পিডোমিটার এবং চাবি ছাড়া স্টার্ট দেওয়ার অপশন দেওয়া হয়েছে। এছাড়া, ওয়াটার প্রুফ মোটর, বড় স্টোরেজ স্পেস, ডুয়েল ব্যাটারি এবং এলইডি লাইট এর মত ফিচার নিয়ে এসেছে V2 এবং V2+ মডেল দুটি। সবশেষে রয়েছে Trot। এটি সর্বোচ্চ ২৫০ কেজি ওজন নিয়ে চলতে সক্ষম। লাস্ট মাইল ডেলিভারি করার কাজে উপযুক্ত এটি।

প্রসঙ্গত, সম্প্রতি E2Go মডেলটির নতুন Graphene ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে, যাহ লঞ্চ হয়েছে, যাহ এক্স শোরুম মূল্য ৬৩,৬৫০ টাকা। এটির রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। এমনকি লাইসেন্স ছাড়াও চালানো সম্ভব। মূলত লো স্পিড মডেল হওয়ার কারণেই এই সুবিধা। পুরোপুরি চার্জ থাকা অবস্থায় E2Go Graphene প্রায় ১০০ কিমি পর্যন্ত রাস্তা পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে প্রায় ৮ ঘন্টা।

স্কুটারটিতে রয়েছে বিভিন্ন অত্যাধুনিক ফিচার। যেমন- ইউএসবি চার্জিং, ডিজিটাল স্পিডোমিটার, চাবি ছাড়া ইঞ্জিন স্টার্ট দেওয়ার ব্যবস্থা, অ্যান্টিথেফ্ট লক ইত্যাদি। ম্যাট ব্ল্যাক, কমব্যাট রেড, স্কারলেট রেড, টিল গ্রিন, অ্যাজিওর ব্লু এবং কমব্যাট ব্লু কারাল অপশনের মধ্যে গ্রাহকরা তার পছন্দের রং বেছে নিতে পারবেন।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

24 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

33 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

49 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

54 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

1 hour ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

2 hours ago