টানা আট মাস শীর্ষে, এপ্রিলেও রেকর্ড বিক্রি, বৈদ্যুতিক স্কুটারের জগতে নজির ভাঙা-গড়ার খেলায় Ola Electric

ভারতের পরিবেশবান্ধব টু-হুইলারের দুনিয়ায় ওলা ইলেকট্রিক (Ola Electric)-র বিজয় রথের চাকা ঘূর্ণায়মান রয়েছে। একের পর এক প্রতিপক্ষদের পরাস্ত করে বর্তমানে ইলেকট্রিক স্কুটারের ৪০% মার্কেট শেয়ার নিজের দখলে রেখেছে তারা। ২০২৩-এর এপ্রিলে ৩০,০০০-এর বেশি ই-স্কুটার বিক্রির ফলেই এটি সম্ভব হয়েছে। এই নিয়ে পরপর আট মাস দেশের বৃহত্তম ইভি টু-হুইলারের তকমা ধরে রাখলো ওলা।

Ola Electric সবচেয়ে বেশি স্কুটার বিক্রি করল

পরিবেশবান্ধব স্কুটার বিক্রিতে S1 Pro-এর নির্মাতা Hero Electric, Ather, Okinawa-র মতো প্রতিদ্বন্দ্বীদের হেলায় পেছনে ফেলেছে। বর্তমানে ওলার ঝুলিতে রয়েছে – S1, S1 Air ও S1 Pro। প্রাথমিক পর্যায়ে সংস্থাটি কেবলমাত্র অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই স্কুটার বিক্রি করতো। কিন্তু এখন ওলা এদেশে তাদের এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে স্কুটার বিক্রিতেই ঝোঁক বাড়াচ্ছে। শীঘ্রই ৫০০তম স্টোরের উদ্বোধন করতে চলেছে বেঙ্গালুরুর সংস্থাটি। ভবিষ্যতে এই সংখ্যাটি ১,০০০-এ পৌঁছানোর লক্ষ্যে ছুটছে তারা।

বিক্রি বৃদ্ধির প্রসঙ্গে Ola-র বক্তব্য

এই প্রসঙ্গে ওলার প্রধান মার্কেটিং আধিকারিক অন্সুল খান্দেলওয়াল বলেন, “আইসিই যুগের সমাপ্তি ঘটতে চলেছে। বর্তমান দিনের ক্রেতারা বিশ্বমানের ইলেকট্রিক ভেহিকেলকে পছন্দের তালিকার প্রথমে রাখছেন। যার গতি ত্বরান্বিত করতে আমরা নানান পণ্যের সম্ভার বাড়ানোর পাশাপাশি D2C নেটওয়ার্ক সম্প্রসারণের প্রক্রিয়া জারি রাখা হবে।”

প্রসঙ্গত, ওলা ইলেকট্রিকের স্কুটারগুলি তামিলনাড়ুতে সংস্থার ফ্যাক্টরিতে তৈরি হয়। যদিও সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। সংস্থার কর্ণধার ভাবিশ আগরওয়ালের হাত ধরে এই ব্র্যান্ডের যাত্রা শুরু হয়েছিল। Ola Electric-এর পাশাপাশি তিনি Ola-রও প্রতিষ্ঠাতা।