Nokia C20 সস্তায় ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি মেমোরি সহ আসছে

আগামী ৮ এপ্রিল একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করছে বলে Nokia ফোন নির্মাতা HMD Global ইতিমধ্যে ঘোষণা করেছে। এই ইভেন্টে একাধিক Nokia স্মার্টফোন ও অ্যাক্সেসরিজ লঞ্চ হতে পারে। প্রোডাক্টের নাম অবশ্য নোকিয়া জানায়নি। তবে রিপোর্ট বলছে, Nokia G10, Nokia G20, Nokia X10 ও Nokia X20 স্মার্টফোন ওই দিন লঞ্চ হতে পারে। আবার C20 নামে Nokia-র একটি এন্ট্রি লেভেল স্মাটফোন উক্ত দিনে লঞ্চ হবে বলে জল্পনা চলছে। কারণ সম্প্রতি নোকিয়া সি২০ ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) সার্টিফিকেশন পেয়েছে। ব্লুটুথ লিস্টিংয়ে আমাদের জন্য কী কী তথ্য অপেক্ষা করছে তা এবার দেখে নেওয়া যাক।

ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে নোকিয়া সি২০ স্মার্টফোনের চারটি ভ্যারিয়েন্ট স্পট করা হয়েছে। এগুলির মডেল নম্বর যথাক্রমে TA-1352, TA-1356, TA-1339, ও TA-1348। এছাড়া সার্টিফিকেশন সাইট অনুসারে নোকিয়া সি২০ ব্লুটুথ ৪.২ সাপোর্ট করবে। ফোনটি ১ জিবি র‌্যাম + ১৬ জিবি স্টোরেজ ও ২ জিবি র‌্যাম + ১৬/৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট আসতে পারে।

প্রসঙ্গত, nokiapoweruser এর রিপোর্টে বলা হয়েছিল, নোকিয়া সি২০ দুটি কালারে ভ্যারিয়েন্টে আসবে – ব্লু ও স্যান্ড। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে (অ্যান্ড্রয়েডের লাইট ভার্সন) চলবে। Nokia C20 এর দাম রাখা হতে পারে ৮৯ ইউরো, যা প্রায় ৭,৬০০ টাকার সমান।

নোকিয়া সি২০ এর ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে অথবা চিপসেট সর্ম্পকিত তথ্য এখনও সামনে আসেনি। তবে অফিসিয়াল লঞ্চের আগে এটি অন্যান্য সার্টিফিকেশন সাইট ও গিকবেঞ্চে দেখা গেলে আরও তথ্য পাওয়া যাবে বলেই আমরা বিশ্বাস করি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন