Ola Electric Bike: স্কুটারের পর বাইক, ইলেকট্রিক দু’চাকার জগতে ঝড় তোলার অপেক্ষায় ওলা

ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে বর্তমানে নেতৃত্ব প্রদান করে চলেছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। গত ২০২৩-২৪ অর্থবর্ষে তাদের S1 রেঞ্জের ৩.২৯ লক্ষ বৈদ্যুতিক স্কুটার বিক্রি হয়েছে।…

ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে বর্তমানে নেতৃত্ব প্রদান করে চলেছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। গত ২০২৩-২৪ অর্থবর্ষে তাদের S1 রেঞ্জের ৩.২৯ লক্ষ বৈদ্যুতিক স্কুটার বিক্রি হয়েছে। যা আগের আর্থিক বছরের তুলনায় ১১৫% বেশি। কিন্তু এবারে ওলা ব্যাটারি চালিত মোটরসাইকেলের বাজারে নজর ফেরাচ্ছে। যদিও এই প্রথম নয়, অনেক আগেই ইলেকট্রিক বাইক আনার প্রস্তুতি শুরু করেছিল ওলা। চারটি ভিন্ন মডেলের প্রদর্শনও করা হয়েছিল – Ola Cruiser, Ola Adventure, Ola Roadster ও Ola Diamondhead। যার মধ্যে এবার Roadster এর ডিজাইন পেটেন্ট ফাইল করেছে ওলা।

Ola Roadster ইলেকট্রিক বাইকের ডিজাইন পেটেন্ট করা হয়েছে

ডিজাইন পেটেন্ট থেকে দেখা গেছে Ola Roadster আকার আকৃতির দিক থেকে বিশাল এবং স্পোর্টি। অ্যালয় হুইলের সাথে আছে মোটা টায়ার, বৃহৎ ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং টুইন ডিস্ক ব্রেক সেটআপ। সামনে রয়েছে স্লিক র‍্যাপঅ্যারাউন্ড এলইডি হেডল্যাম্প এবং এলইডি উইঙ্কার।

ওলা রোডস্টার কনসেপ্ট মডেলে উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে উপস্থিত ফিউচারিস্টিক ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল এবং একটি অনন্য থ্রি-স্টেপ সিট ডিজাইন। সামনে রয়েছে চার্জিং পড কভার। প্রসঙ্গত, ওলার চারটি মোটরসাইকেল একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। আসবে একই ক্ষমতার ব্যাটারি এবং মিড মাউন্টেড মোটর নিয়ে।

Ola, Ola Electric, Ola Electric Bike, Ola Roadster, Ola Roadster Design

তবে প্রতিটি মডেলের রেঞ্জ আলাদা হতে পারে। ওলা ইলেকট্রিকের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও ভাবিশ আগারওয়াল এগুলির দুর্দান্ত পারফর্মেন্স ও বিশ্বমানের প্রযুক্তির বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান ভারতের সবচেয়ে শক্তিশালী ইলেকট্রিক মোটর নিয়ে আসবে এই বাইকগুলি।