স্কুটারের থেকেও সস্তায় ইলেকট্রিক বাইক এনেছে Ola, ফুল চার্জে 200 কিমি চলবে, ফিচার্স কেমন

Ola Electric স্বাধীনতা দিবসে তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করেছে। সংস্থার এই ই-বাইকটির নাম রোডস্টার। এটি Roadster X, Roadster এবং Roadster Pro নামে তিনটি ভ্যারিয়েন্টে…

Ola Electric Roadster X Price Range Specifications Features

Ola Electric স্বাধীনতা দিবসে তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করেছে। সংস্থার এই ই-বাইকটির নাম রোডস্টার। এটি Roadster X, Roadster এবং Roadster Pro নামে তিনটি ভ্যারিয়েন্টে এসেছে। মডেল তিনটি দাম, স্পেসিফিকেশন, ও ফিচার্সের নিরিখে একে অপরের থেকে আলাদা। Roadster X মডেলটি সবচেয়ে সস্তায় এসেছে। দাম 74,999 টাকা থেকে শুরু হচ্ছে। চলুন এই বৈদ্যুতিক বাইকটির খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Ola Roadster X তিনটি ব্যাটারি প্যাকে উপলব্ধ। প্রতিটি মডেল আলাদা রাইডিং রেঞ্জ ও প্রাইস অফার করে। বেস 2.5kWh ভ্যারিয়েন্টের দাম 74,999 টাকা। অন্যদিকে 3.5kWh ও 4.5kWh ব্যাটারি অপশনের দাম যথাক্রমে 84,999 টাকা ও 99,999 টাকা। মনে রাখবেন এগুলি সব এক্স-শোরুম প্রাইস। টপ-স্পেক মডেলটি ফুল চার্জে 200 কিলোমিটার ছুটবে বলে দাবি করা হয়েছে। টপ স্পিড 125 কিলোমিটার। তবে Roadster X-এর অন্য দুই ব্যাটারি অপশনের রেঞ্জ প্রকাশ করেনি ওলা।

বাইকটিতে 11kW ইলেকট্রিক মোটর রয়েছে, যা ২.৮ সেকেন্ডে ০-৪০ কিলোমিটার গতি তুলতে সাহায্য করবে। বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে স্পোর্ট, নরমাল ও ইকো রাইডিং মোড, ৪.৩ ইঞ্চি এলসিডি ক্লাস্টার, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ক্রুজ কন্ট্রোল সিস্টেম, অ্যাডভান্সড রিজেন, টায়ার প্রেশার মনিটারিং সিস্টেম, ওটিএ আপডেট, ডিজিটাল কী আনলক, এবং অ্যাপ কানেক্টিভিটি।

সাসপেনশনের জন্য ওলা রোডস্টার এক্স বাইকে টেলিস্কোপিক ফর্ক ও মনোশক ইউনিট রয়েছে। ব্রেকিংয়ের জন্য দু’চাকায় একটি করে ডিস্ক ব্রেক বর্তমান। টপ-মডেলে মিলবে এবিএস ফিচার। এই ইলেকট্রিক মোটরসাইকেল ১৭ ইঞ্চি অ্যালয় হুইলে দৌড়বে।