ইলেকট্রিক স্কুটারের বাজার কাঁপিয়ে এবার Tata, Mahindra-কে চ্যালেঞ্জ Ola-র, নতুন প্ল্যান কী

পরিবেশ দূষণ রোধ এবং পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্যের কারণে ইদানিং বহু মানুষ ইলেকট্রিক গাড়ি কিনছেন। এগুলি দাম আইসিই মডেলের তুলনায় বেশি হলেও রক্ষণাবেক্ষণ এবং চলাচলের ব্যয় যৎসামান্য।…

পরিবেশ দূষণ রোধ এবং পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্যের কারণে ইদানিং বহু মানুষ ইলেকট্রিক গাড়ি কিনছেন। এগুলি দাম আইসিই মডেলের তুলনায় বেশি হলেও রক্ষণাবেক্ষণ এবং চলাচলের ব্যয় যৎসামান্য। যে কারণে দেশে বাণিজ্যিক ক্ষেত্রেও এইপ্রকার গাড়ির প্রতি ব্যবসায়ীদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। তাই কাল বিলম্ব না করে সেই সুযোগের সদ্ব্যবহার করতে সংশ্লিষ্ট বিভাগে পদার্পনের ইচ্ছা প্রকাশ করল ওলা ইলেকট্রিক (Ola Electric)। হ্যাঁ, বর্তমানে ভারতের বৈদ্যুতিক টু-হুইলারের বাজারে বৃহত্তম সংস্থা হিসেবে আত্মপ্রকাশের পর এবারে কমার্শিয়াল গাড়ি বাজারেও পদার্পণের বিষয়টি এক সাংবাদিক সম্মেলন থেকে নিশ্চিত করলেন ওলার কর্ণধার ভাবিশ আগারওয়াল।

বলাই বাহুল্য বাণিজ্যিক ক্ষেত্রে ইলেকট্রিক গাড়ি লঞ্চ করলে ওলাকে Tata Motors ও Mahindra-এর মতো জাদরেল সংস্থাগুলির মুখোমুখি হতে হবে। ভাবিশ বলেন, “আগামী এক বছরে আমরা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘোষণা করবো।” এদিকে সম্প্রতি সংস্থাটি তাদের নিজের নিজেদের ইলেকট্রিক ভেহিকেলের জন্য নিজেরাই ব্যাটারি সেল উৎপাদন করবে বলে জানিয়েছে। ২০২৩-এর শেষার্ধ থেকে এ কাজে হাত লাগাবে তারা।

ভাবিশ দাবি করেন, ওলা ইলেকট্রিক বর্তমানে লিথিয়াম আয়ন ব্যাটারি সেলের দেশের মধ্যে বৃহত্তম গ্রাহক। ভবিষ্যতে ব্যাটারি সেল উৎপাদনের পর তারা অন্যান্য সংস্থার কাছে সেগুলি বিক্রি করার চিন্তাভাবনা করছে। তবে নিজেদের চাহিদা মেটানোর পরই সে পথে এগোনো হবে বলে জানানো হয়েছে।

ওলার কর্ণধার আরও বলেন, ব্যবসার সম্প্রসারণের জন্য ভারতের পর তারা ইউরোপ, লাতিন আমেরিকা সহ আরও একাধিক আন্তর্জাতিক বাজারে পদার্পণ করবে। এমনকি সেগুলির মধ্যে কয়েকটি দেশে পণ্য সরবরাহের বিষয়টি ইতিমধ্যেই পাকাপাকি করে ফেলেছে বলেও জানান তিনি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন