সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার লঞ্চ, সাথে অনেক সারপ্রাইজ, আগামীকাল Ola-র দিওয়ালির সবচেয়ে বড় চমক

রাত পোহালেই ওলা ইলেকট্রিক (Ola Electric) তাদের গ্রাহকদের খুশির আমেজে ভরিয়ে তুলতে চলেছে। কারণ আগামীকাল ওলা তাদের নতুন সফটওয়্যারের আপডেট MoveOS 3.0 লঞ্চ করবে। ফলে…

রাত পোহালেই ওলা ইলেকট্রিক (Ola Electric) তাদের গ্রাহকদের খুশির আমেজে ভরিয়ে তুলতে চলেছে। কারণ আগামীকাল ওলা তাদের নতুন সফটওয়্যারের আপডেট MoveOS 3.0 লঞ্চ করবে। ফলে Ola S1 ও S1 Pro স্কুটারে একাধিক ফিচার সক্রিয় হয়ে উঠবে। যার মধ্যে হিল হোল্ড অ্যাসিস্ট এবং নকল এগজস্ট সাউন্ড। এদিকে আগামীকালই সংস্থাটি তাদের এখনও পর্যন্ত সবচেয়ে সস্তার ব্যাটারি চালিত স্কুটার লঞ্চ করতে পারে বলে জোর জল্পনা চলছে। সাথে থাকতে পারে আরও কিছু চমক। আসুন সম্ভাব্য চমকগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

MoveOS 3.0

এটি নিশ্চিত যে আগামীকাল দিওয়ালি উপলক্ষে ওলা ইলেকট্রিক তাদের আপডেটেড সফটওয়্যার MoveOS 3.0 লঞ্চ করবে। এটি সংস্থার S1 ও S1 Pro – উভয় মডেলের জন্যই ছাড়া হবে। তবে জল্পনা শোনা যাচ্ছে সংস্থাটি তাদের কম দামি মডেল S1-এ সব ফিচারের সুবিধা দেবে না। হিল হোল্ড অ্যাসিস্ট ছাড়াও পার্টি লুক, মুড, প্রক্সিমিটি আনলক, রিচেনারেটিভ ব্রেকিং, হ্যাজার্ড লাইট, প্রোফাইল, কলিং, ডকুমেন্ট স্টোরেজ, ওয়াইফাই কানেক্টিভিটি, ফল ডিটেকশন, হ্যালো ল্যাম্পের মতো নয়া ফিচারগুরি সক্রিয় হতে পারে বলে আশা করা হচ্ছে।

ওলার সাশ্রয়ী মূল্যের স্কুটার

ওলা ইলেকট্রিক বর্তমানে S1 Pro স্কুটারের একটি ছোট ব্যাটারির ভার্সনের উপর কাজ করছে বলে জানা গেছে। এটি আগামীকাল উন্মোচিত করতে পারে সংস্থা। দামের বিচার মডেলটি সরাসরি পেট্রোল চালিত স্কুটারের প্রতিপক্ষ হয়ে উঠবে। এর দাম ৭০,০০০ থেকে ৮০,০০০ টাকা রাখা হতে পারে। কম ক্ষমতার ব্যাটারি দেওয়ার কারণে এর রেঞ্জ এবং পাওয়ার কম হতে পারে।

নতুন ব্যাটারি

ওলা একটি নতুন ব্যাটারি ডিজাইনের উপর কাজ করছে বলে এর আগে জানিয়েছিলেন সংস্থার সিইও ভাবিশ আগারওয়াল। টুইট বার্তায় তিনি লিখেছিলেন, “আমাদের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি লিথিয়াম আয়ন সেল! এই সেল বৈদ্যুতিক গাড়ির নবজাগরণের হৃদয়। আমাদের পণ্যকে দ্রুত উদ্ভাবনী করে তুলতে নিজস্ব প্রযুক্তির প্রয়োজন।”

অ্যাক্সেসরিজ

S1 এবং S1 Pro স্কুটারের বিভিন্ন অ্যাক্সেসরিজের তৈরিতে হাত লাগিয়েছে ওলা। এখনও পর্যন্ত এটি অজানা যে ইলেকট্রিক স্কুটারের জন্য কী ধরনের অ্যাক্সেসরিজ আনতে চলেছে সংস্থা। এটি হতে পারে একটি সেন্টার স্ট্যান্ড, একটি ফুটরেস্ট, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম বা অন্য কিছু।