Ola শোরুম না খুলে অনলাইনে স্কুটার বেচার ঝক্কি টের পাচ্ছে, আগামীকাল প্রথম বিপণি চালু করবে

এতদিন অনলাইনে ইলেকট্রিক স্কুটার বিক্রি করে এসেছে ওলা (Ola)। কিন্তু ডিলারশিপ বা এক্সপিরিয়েন্স  সেন্টার না খুলে শুধু অ্যাপ বা ওয়েবসাইটের ভরসায় ই-স্কুটার বেচা যে যথেষ্ট ঝক্কির, তা শেষমেষ উপলব্ধি করতে পেরেছে সংস্থাটি। উপরন্তু বিগত ক’মাসে তাদের বৈদ্যুতিক স্কুটার বিক্রিতে লাগাতার পতন। তাই দেশের অন্যান্য টু-হুইলার নির্মাতাদের পদাঙ্ক অনুসরণ করে এবার ওলা তাদের প্রথম অফলাইন বিপণি বা ইভি স্টোর খুলতে চলেছে।

ওলা আগামীকাল অর্থাৎ ১৮ সেপ্টেম্বর পূর্ব দিল্লির পাতাপারগঞ্জ শিল্পাঞ্চলে বিকেল ৫ ঘটিকায় শোরুমটির উদ্বোধন করবে। যেখান থেকে ওলার স্কুটার সম্পর্কিত যাবতীয় পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা। এমনকি এখান থেকে স্কুটারের ডেলিভারিও করবে ওলা। সংস্থাটির এই উদ্যোগ প্রসঙ্গে এক উপদেষ্টা সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সৌরভ কুমার বলেন, “গ্রাহকদের আরও বেশি পরিমাণে আকৃষ্ট করার প্রমাণিত উপায় হল, তাঁদের স্কুটার কেনার বাস্তবিক অভিজ্ঞতা দেওয়া। এই শোরুমটি ওলার গ্রাহকদের বৈদ্যুতিক স্কুটারের সুরক্ষার বিষয়ে অবগত করবে।”

তাঁর কথায়, ওলা ইলেকট্রিকের কাস্টমার কেয়ার নম্বরই অনেকের কাছে নেই। ফলে ওলা অফলাইন স্টোর খুললে সমস্যার সমাধান করা সহজতর হবে ক্রেতাদের কাছে।” ওলা ওই এক্সপেরিয়েন্স জোন থেকে S1 Pro ও S1 ই-স্কুটার দুটির নানা অ্যাক্সেসরিজ বিক্রি করবে বলে মনে করা হচ্ছে। এদিকে দিওয়ালি উপলক্ষে যে নানা অ্যাক্সেসরি লঞ্চের পরিকল্পনা চলছে, তা ওলার কর্ণধার ভাবিশ আগরওয়াল সম্পর্কে  টুইট মারফত জানিয়েছেন।

প্রসঙ্গত, সম্প্রতি বাজারে Ola S1 বৈদ্যুতিক স্কুটার রি-লঞ্চ হাজির হয়েছে। এর আগে সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছিল যে স্কুটারটি  বুকিং ১০,০০০ পার করেছে। এদিকে ওলার ফ্ল্যাগশিপ মডেল S1 Pro-এর বিক্রি বিগত ক’মাসে উল্লেখযোগ্য হারে কমেছে। কেন্দ্রীয় সরকারের বাহন পোর্টাল অনুযায়ী, এপ্রিলে যার সর্বাধিক (১২,৭০৩) বিক্রি হয়েছিল। তবে মে, জুন ও জুলাইয়ে ওলা যথাক্রমে ৯,২৫৫, ৫,৮৮৩ ও ৩,৮৫৩ ইউনিট স্কুটার বিক্রি করেছে। আগস্টে S1 Pro-এর বিক্রি তলানিতে নেমে ৩,৪০০ ইউনিটে দাঁড়িয়েছে।

Subhadip Dasgupta

Share
Published by
Subhadip Dasgupta

Recent Posts

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

35 mins ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

1 hour ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

1 hour ago

কেমন হবে iPhone 16 সিরিজের ক্যামেরা? সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস সব ডিটেলস

Apple iPhone 16 সিরিজটি আগামী মাসেই বাজারে পা রাখতে চলেছে। তবে গত কয়েক মাস ধরেই…

1 hour ago

কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে শরীরে ঢুকছে ভাইরাস, ভাইরাল WhatsApp মেসেজের বিষয়ে সতর্ক করল ভারত সরকার

হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ আসা নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই ভুয়ো মেসেজে WhatsApp ব্যবহারকারীদের…

2 hours ago

Shikhar Dhawan: ভারতের অন্যতম সেরা ওপেনারদের তালিকায় নাম লেখা হবে ধাওয়ানের, দেখে নিন‌ তার ক্যারিয়ারের ৫টি সেরা ইনিংস

ভারতীয় সাদা বলের ক্রিকেটে শিখর ধাওয়ান দীর্ঘদিন ধারবাহিকতা বজায় রেখে জাতীয় দলকে সমৃদ্ধ করেছেন।আজ তিনি…

2 hours ago