যে তাকাবে সেই প্রেমে পড়বে! Ola S1 Air হাজির অনবদ্য নিওন গ্রীন কালার স্কিমে

চলতি সপ্তাহেই ওলা ইলেকট্রিক (Ola Electric) তাদের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার S1 Air-এর বিক্রি চালুর ঘোষণা করেছে। তার...
Suman Patra 27 July 2023 6:16 PM IST

চলতি সপ্তাহেই ওলা ইলেকট্রিক (Ola Electric) তাদের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার S1 Air-এর বিক্রি চালুর ঘোষণা করেছে। তার আগে স্কুটারটির নতুন কালার ভ্যারিয়েন্ট টিজ করল সংস্থা। টুইটারে প্রকাশিত ছবিতে ছবিতে একটি নিয়ন গ্রীন কালারের মডেল দেখানো হয়েছে। গত বছর লঞ্চ হওয়া Ola S1 Air-এর দাম ১,০৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে।

S1 Air-এর নিয়ন গ্রীন কালারের ছবি প্রকাশ করল Ola

Ola S1 Air-এর অগ্রিম বুকিং করা যাচ্ছে। আগ্রহী ক্রেতারা ৯৯৯ টাকায় বুক করতে পারবেন ই-স্কুটারটি। স্টিলার ব্লু, পোর্সেলেইন হোয়াইট, কোরাল গ্ল্যাম, লিকুইড সিলভার এবং মিডনাইট ব্লু কালারে উপলব্ধ এটি। আগামীকাল, ২৮ জুলাই থেকে ওলা তাদের এই স্কুটারের পার্চেস উইন্ডো খুলে দিচ্ছে। ওই দিন থেকে ১,০৯,৯৯৯ টাকার ইন্ট্রোডাক্টরি দামে স্কুটারটি কিনতে পারবেন ক্রেতারা। তবে যারা অগ্রিম বুকিং করেননি, তাঁদের জন্য ৩১ জুলাই থেকে কেনার উইন্ডো খোলা হবে। S1 Air কিনতে তাঁদের খরচ পড়বে ১,১৯,৯৯৯ টাকা।

Ola S1 Air বিশ্বমানের MoveOS টেকনোলজি সহ হাজির হবে। ফুল চার্জের স্কুটারটি ১২৫ কিলোমিটার দৌড়তে পারবে বলে দাবি করা হয়েছে। এতে থাকছে একটি ৩ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। ফুল চার্জ হতে এটি ৪.৫ ঘন্টা সময় নেবে। ওলার দাবি তাদের এই এন্ট্রি লেভেল স্কুটারটি ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ৪.৩ সেকেন্ডে তুলতে পারবে। এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার। তিনটি ভিন্ন মোড অফার করা হয়েছে – ইকো, স্পোর্ট এবং রিভার্স।

মাত্র ৯৯ কেজি ওজনের Ola S1 Air একটি আইসিই ভার্সনের তুলনায় বেশ হালকা। সামনে ড্রাম ও পেছনে ডিস্ক ব্রেক থাকছে। এ পর্যন্ত S1 Air-এ ৫ লক্ষ কিলোমিটারের অধিক পথ পরীক্ষা করে দেখা হয়েছে বলে দাবি করেছে ওলা। নিরাপত্তার বিষয়ে ক্রেতাদের ভরসা অর্জন করতেই এই পদক্ষেপ সংস্থার।

Show Full Article
Next Story