Ola S1 Air: ওলা সবচেয়ে কমদামী বৈদ্যুতিক স্কুটার বাজারে আনল, জেনে নিন দাম থেকে সমস্ত ফিচার্স

ওলা ইলেকট্রিক যে কতটা জনদরদী তা পুনরায় প্রমাণ করলো তারা। গ্রাহকদের ইচ্ছাকে সম্মান দিয়ে দেশে কম দামের মধ্যে নতুন এন্ট্রি লেভেলের বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করল ওলা। এর পোশাকি নাম S1 Air। ২৪ শে অক্টোবর অর্থাৎ আজকের দিন পর্যন্ত এই স্কুটারটি মাত্র ৭৯,৯৯৯ টাকা মূল্যে পাবেন গ্রাহকগণ। দীপাবলীর এই পূর্ণ লগ্ন পেরিয়ে যাওয়ার পর থেকেই দাম বাড়বে এই স্কুটারের। তখন এই মডেলটি কিনতে খরচ হবে ৮৪,৯৯৯ টাকা। ওলার দাবি আগামী ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিক থেকেই ভারতবাসীর হাতে পৌঁছে যাবে এই স্কুটারের চাবি।

বর্তমানে Ola S1 এর এক্স শোরুম মূল্য ৯৯,৯৯৯ টাকা। এর প্রো সংস্করণটির দাম ১,৩৯,৯৯৯ টাকা। অর্থাৎ এই দুয়ের থেকে তুলনায় বেশ খানিকটা সস্তা এই নতুন Ola S1 Air। কেমন স্পেসিফিকেশন ও ফিচারের সাথে এসেছে ইলেকট্রিক স্কুটারটি? একনজরে সেগুলি দেখে নিন এই প্রতিবেদনে।

মোটর ও ব্যাটারি স্পেসিফিকেশন

ওলার প্রিমিয়াম স্কুটারগুলির তুলনায় এতে অনেকটাই ছোট ও কম ক্ষমতা সম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। S1 Air এ ২.৫ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক লাগানো রয়েছে। এই ব্যাটারিটি এতে থাকা ৪.৫ কিলোওয়াট ক্ষমতাযুক্ত বৈদ্যুতিক মোটরকে চলার শক্তি যোগায়।

চার্জিং সময় ও রেঞ্জ

ওলার দাবি অনুযায়ী তাদের এন্ট্রি লেভেলের এই স্কুটারটি ইকো মোডে চার্জে পরিপুষ্ট অবস্থায় ১০১ কিমি পথ চলতে সক্ষম। তবে স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিমি। এর মধ্যে থাকা ব্যাটারিটি ঘরে ব্যবহৃত সাধারণ চার্জার দিয়ে পুরোপুরি চার্জ হতে সময় লাগে ৪ ঘন্টা ৩০ মিনিট।

রাইডিং মোড

এই মডেলটিতে রয়েছে তিন ধরনের রাইটিং মোড- ইকো, নরমাল এবং স্পোর্টস। স্পোর্টস মোডে সর্বোচ্চ গতিবেগ অর্জন করা গেলেও ব্যাটারি রেঞ্জ লক্ষনীয় ভাবে কমে আসে। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখা উচিত যে Ola S1 Pro মডেলটিতে অতিরিক্ত গতিবেগ অর্জন করার জন্য হাইপার মোড দেওয়া হয়েছে।

হার্ডওয়্যার

S1 এবং S1 Pro এর তুলনায় S1 Air এর ওজন অনেকটাই কম- ৯৯ কেজি। সাসপেনশন হিসেবে এই স্কুটারটির সামনে সাধারণ টেলিস্কোপিক ফর্ক ও পিছনে টুইন শক অ্যাবজর্ভার লাগানো রয়েছে। এছাড়াও উভয় চাকাতেই ড্রাম ব্রেকের ব্যবহার চোখে পড়ে।

চ্যাসিস

অন্যান্য পার্থক্যগুলি ছাড়াও S1 এবং S1 Pro এর সাথে এই মডেলটির আরেকটি ফারাকের জায়গা হল এর মধ্যে থাকা একটানা টিউবুলার গ্র্যাব রেল ও নতুন নকশাকৃত সিট। এর পা রাখার জায়গাটি এক বিশেষ ধরনের রবারের আস্তরণ দিয়ে ঢাকা তাছাড়াও এটি যথেষ্ট জায়গা বহুল হওয়ায় বাস্তবিক ব্যবহারের উপযুক্ত। Ola S1 Air এর আন্ডার সিট স্টোরেজের আয়তন ৩৪ লিটার, যা তার দামি জাতভাইদের তুলনায় খানিকটা কম।

অন্যান্য বৈশিষ্ট্য

স্কুটারটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর ৭ ইঞ্চির টাচ স্ক্রিন টিএফটি ডিসপ্লে এবং রিভার্স ফেসিলিটি। এতে রয়েছে MoveOS 3.0 সফটওয়্যার যা খানিকটা আলাদা ধরনের প্রোফাইল ও থিমের উপর নির্মিত। এছাড়াও হিল হোল্ড ফাংশনালিটি ও প্রক্সিমিটি এলার্ট সিস্টেম এতে উপলব্ধ।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

10 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago