গাড়ির দাম বৃদ্ধির মাঝেই এখন উল্টো চিত্র, Ola S1 Pro স্কুটার একধাক্কায় 5,000 টাকা সস্তা!

ইলেকট্রিক স্কুটার কিনতে চাইলে তাদের জন্য সুখবর! যেখানে এপ্রিল থেকে বিভিন্ন গাড়ির দাম বাড়ছে, সেখানে দেশের বৃহত্তম বৈদ্যুতিক স্কুটার নির্মাতা ওলা ইলেকট্রিক (Ola Electric) ক্রেতাদের…

ইলেকট্রিক স্কুটার কিনতে চাইলে তাদের জন্য সুখবর! যেখানে এপ্রিল থেকে বিভিন্ন গাড়ির দাম বাড়ছে, সেখানে দেশের বৃহত্তম বৈদ্যুতিক স্কুটার নির্মাতা ওলা ইলেকট্রিক (Ola Electric) ক্রেতাদের স্বস্তি দিয়ে ডিসকাউন্ট রূপে S1 Pro-এর দাম ৫,০০০ টাকা কমানোর কথা ঘোষণা করল। খোদ সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল একথা টুইটারে জানিয়েছেন। দাম কাটছাঁটের পর বর্তমানে Ola S1 Pro কিনতে পাওয়া যাবে ১,২৪,৯৯৯ টাকায়।

Ola S1 Pro ডিসকাউন্ট

ওলার সিইও ভাবিশ আগারওয়াল জানিয়েছেন, বর ওলা এস১ প্রো এখন ১,২৪,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। আগে যার দাম ছিল ১,২৯,৯৯৯ টাকা। যার অর্থ স্কুটারটিতে ৫,০০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন, হঠাৎ কী উপলক্ষ্যে এই ছাড়?

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বিক্রির নিরিখে অন্যান্য সংস্থার বৈদ্যুতিক স্কুটার টেক্কা দিলেও ইদানিং তাদের সবচেয়ে দামী মডেল Ola S1 Pro-এর চাহিদায় ভাটা চলছে। সবথেকে সস্তা S1 Air লঞ্চের পর তা যেন বিশেষভাবে প্রকট হয়ে উঠেছে। যা প্রত্যক্ষ করেই ওলা এই আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবার ওলা চায় তাদের ফ্ল্যাগশিপ মডেলটি বিক্রির দিক থেকে সকলের ঊর্ধ্বে থাকুক।

Ola S1 Pro ফিচার্স

ওলা তাদের S1 Pro-তে একটি ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক অফার করে। যা ফুল চার্জ থাকলে ১৮১ কিলোমিটার রেঞ্জ প্রদান করতে সক্ষম বলে সংস্থার দাবি। এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ১১৬ কিলোমিটার। ওলার দাবি, ই-স্কুটারটি ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ২.৯ সেকেন্ডে তুলতে সক্ষম। আবার এর ব্যাটারিটি সাড়ে ছয় ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়।

S1 Pro-তে উপস্থিত ৩৬ লিটার বুট স্পেস। চারটি ড্রাইভিং মোডে উপলব্ধ স্কুটারটি – নর্মাল, ইকো, স্পোর্ট এবং হাইপার। অন্যান্য ফিচারের তালিকায় রয়েছে একটি ৭ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যার স্ক্রিন রেজোলিউশন ১২৮০×৭৬৮। ব্যাটারি চালিত মডেলটি পোর্সেলেইন হোয়াইট, নিও মিন্ট, কোরাল গ্ল্যাম, জেট ব্ল্যাক, লিকুইড সিলভার, মার্শমেলো, খাকি, মিলেনিয়াল পিঙ্ক, অ্যানথ্রাসাইট গ্রে, মিডনাইট ব্লু এবং ম্যাট ব্ল্যাক কালারে উপলব্ধ।