দিওয়ালি উপলক্ষে Ola-র বৈদ্যুতিক স্কুটারে 10,000 টাকা ছাড়, সুযোগ হাতছাড়া করলে পস্তাবেন

উৎসবের মরসুম শুরু হতেই নতুন বৈদ্যুতিক বাহন বাড়ি নিয়ে আসার ধুম বেড়েছে। যে কারণে বিভিন্ন গাড়ি সংস্থা তাদের একাধিক প্রোডাক্টে আকর্ষণীয় ডিসকাউন্ট ঘোষণা করেছে। তেমনই…

উৎসবের মরসুম শুরু হতেই নতুন বৈদ্যুতিক বাহন বাড়ি নিয়ে আসার ধুম বেড়েছে। যে কারণে বিভিন্ন গাড়ি সংস্থা তাদের একাধিক প্রোডাক্টে আকর্ষণীয় ডিসকাউন্ট ঘোষণা করেছে। তেমনই বহুল আলোচিত ওলা ইলেকট্রিক (Ola Electric)-ও তাদের দুই ইলেকট্রিক স্কুটার S1 ও S1 Pro-তে লোভনীয় ছাড়ের ঘোষণা করেছিল। বলা হয়েছিল পুজোর সময় ওলার ইলেকট্রিক স্কুটার কিনলে পাওয়া যাবে ১০,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট। অফারটি ৫ অক্টোবর পর্যন্ত বৈধ ছিব । কিন্তু এখন তা বাড়িয়ে দিওয়ালি পর্যন্ত করার কথা ঘোষণা করলেন ওলার কর্ণধার ভাবিশ আগরওয়াল (Bhavish Aggarwal)।

ক্রেতাদের ব্যাপক হারে ইতিবাচক সাড়া পেয়ে এই অফার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ওলা ইলেকট্রিক। এই প্রসঙ্গে বৃহস্পতিবার ভাবিশ টুইটারে লেখেন, “এই নবরাত্রিতে আমাদের S1 পণ্যের প্রতি গ্রাহকদের প্রতিক্রিয়া দেখে সত্যি আমরা অভিভূত। যেহেতু আপনারা অনেকেই বলেছেন, তাই আমরা উৎসবের অফারগুলি বাড়িয়ে দীপাবলি পর্যন্ত করছি।” অর্থাৎ ওলার ই-স্কুটারে ১০,০০০ টাকার এই ছাড় আগামী দিওয়ালি পর্যন্ত মিলবে। কেবল তাই নয়, উপরন্তু ৫ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টিতে ১,৫০০ টাকা ছাড় দিচ্ছে সংস্থা। এছাড়া সুদের হার ২.২% কমিয়ে ৮.৯৯% করা হয়েছে এবং S1 Pro লোনের ক্ষেত্রে কোনো প্রসেসিং ফি নেওয়া হচ্ছে না।

Ola S1 ও S1 Pro ফিচার্স

Ola S1-এ রয়েছে একটি ৩ কিলোওয়াট ইলেকট্রিক মোটর। যা থেকে ১৪১ কিমি রেঞ্জ মেলে। ইকো, নর্মাল এবং স্পোর্টস – এই তিনটি রাইডিং মোড উপলব্ধ এতে। এই মোডগুলিতে ই-স্কুটারটি সিঙ্গেল চার্জে যথাক্রমে ১২৮, ১০১ ও ৯০ কিলোমিটার পথ দৌড়তে সক্ষম। সর্বোচ্চ গতিবেগ ৯০ কিমি/ঘন্টা।

অন্যদিকে Ola S1 Pro-তে আছে হিল ক্লাইম্ব অ্যাসিস্ট ফিচার, ক্রুজ কন্ট্রোল, একটি ৭-ইঞ্চি টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং একাধিক রাইডিং মোড। এর ৩.৯১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ১৮১ কিমি রেঞ্জ পেতে সাহায্য করে। সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ১১৫ কিমি। এদিকে এ বছর দিওয়ালির সময় আপডেটেড সফটওয়্যার MoveOS 3.0 ছাড়া হবে বলে জানিয়েছিল ওলা।