1600 কোটি টাকা খরচ করে এই রাজ্যে ইলেকট্রিক গাড়ির কারখানা তৈরি করবে Omega

ভারতে যে হারে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তাতে আগামী দিনে জোগানের ধারা ঠিকঠাকভাবে বজায় রাখতে হলে উৎপাদন যে আরও বাড়াতে হবে, তা টের পেতে…

ভারতে যে হারে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তাতে আগামী দিনে জোগানের ধারা ঠিকঠাকভাবে বজায় রাখতে হলে উৎপাদন যে আরও বাড়াতে হবে, তা টের পেতে বাকি নেই সংস্থাগুলির। তাই বহু কোম্পানিই ইদানিং উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন নতুন কারখানা খোলার প্ল্যান করছে। এবার যেমন দেশের অন্যতম বৈদ্যুতিক তিন চাকা গাড়ি নির্মাতা ওমেগা সেইকি মোবিলিটি (Omega Seiki Mobility) নতুন কারখানা গড়ে তোলার পরিকল্পনার কথা জানালো।

সংস্থার লক্ষ্য দক্ষিণ ভারতে দুটি নতুন অ্যাসেম্বলি প্ল্যান্ট চালু করা। প্রতিটির জন্য নিনিয়োগ করা হবে ১০ কোটি ডলার বা প্রায় ৮১৯ কোটি টাকা। জমির খোঁজে ইতিমধ্যেই তিনটি রাজ্যের সাথে কথাবার্তা চালাচ্ছে তারা, যার মধ্যে একটি হল তামিলনাড়ু।

Omega দক্ষিণ ভারতে নতুন কারখানা খুলবে

বর্তমানে ফরিদাবাদ এবং পুণের চাকানে ওমেগার কারখানা রয়েছে। হালে দক্ষিণ ভারতে বৈদ্যুতিক গাড়ির চাহিদায় বাড়বাড়ন্ত দেখে নতুন কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান উদয় নারাঙ্গ বলেন, “আমরা মেগা ইভি-এর প্রোডাকশন ইউনিট খোলার পরিকল্পনা করছি। এখন আমরা তামিলনাড়ু এবং কর্ণাটক – দুই সরকারের সাথেই কথাবার্তা চালাচ্ছি। আবার অন্ধ্রপ্রদেশও আমাদের নজরে রয়েছে।”

Omega থ্রি হুইলার বিক্রির পরিসংখ্যান

২০২২-২৩-এ ওএসএম প্রায় ৫,১০০ ইলেকট্রিক থ্রি হুইলার বিক্রি করেছে। আবার ২০২৩-২৪-এ ২৫,০০০ ইউনিট বিক্রি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার মধ্যে ১৩,০০০ ইলেকট্রিক প্যাসেঞ্জার থ্রি হুইলার এবং ১২০০০ ইলেকট্রিক কার্গো থ্রি হুইলার। এছাড়া ২০২৩-এর মধ্যে এদেশে ডিলারের সংখ্যা দেড়শোয় পৌঁছানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। ২০২১-২২ ও ২০২২-২৩ এ টু হুইলার বিক্রি করে সংস্থার আয় হয়েছে যথাক্রমে ৫৬ কোটি এবং ২০০ কোটি টাকা।

প্রসঙ্গত, মার্কিন লিথিয়াম আয়ন সেল প্রস্তুতকারী iM3NY-এর সাথে ওমেগার একটি জয়েন্ট ভেঞ্চার রয়েছে। ভারতের বাজারে অত্যাধুনিক ব্যাটারি সেল প্রযুক্তি আনা যায়, তাই এই জোট। আবার ৭.৩-৩০ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ইলেকট্রিক মোটর তৈরির জন্য কোরিয়ার জে সাঙ্গ টেক-এর সাথে হাত মিলিয়েছে ওমেগা।