Categories: Automobile

Tata-র আগেই 400 কিমি মাইলেজের প্রথম H2 প্রযুক্তির কার্গো গাড়ি লঞ্চ করবে দেশীয় সংস্থা

পৃথিবীতে জীবাশ্ম জ্বালানির ভান্ডার যে সীমিত তা আমাদের কারোর অজানা নয়। তাছাড়াও পরিবেশ দূষণের কথা মাথায় রেখে পেট্রোল-ডিজেলের ব্যবহার যতটা সম্ভব কমানো যায় ততই ভালো। এই কারণেই আজকালকার দিনে বৈদ্যুতিক যানবাহনের উপর বেশি করে জোর দেওয়া হচ্ছে বিভিন্ন দেশের তরফে। আবার পরিবহন ক্ষেত্রে সবুজ জ্বালানি হিসেবে হাইড্রোজেনের প্রয়োগ নিয়ে গবেষণা চলছে বিস্তর। ইতিমধ্যেই এই ধরনের যাত্রী গাড়ি বিভিন্ন দেশে উপলব্ধ থাকলেও, এবার হাইড্রোজেন চালিত ছোট বাণিজ্যিক গাড়ি আসতে চলেছে ভারতে।

জানুয়ারিতে অটো এক্সপোতে Tata Motors এবং Ashok Leyland এর নামকরা সংস্থারা H2ICE (হাইড্রোজেন ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন) প্রযুক্তির উপর নির্ভর করে তৈরি হেভি ডিউটি ট্রাক প্রদর্শন করেছে। আবার আগামী ডিসেম্বরে দেশে আত্মপ্রকাশ করবে হাইড্রোজেন প্রযুক্তির প্রথম কার্গো থ্রি হুইলার। সৌজন্যে দেশীয় সংস্থা ওমেগা সেইকি মোবিলাটি (Omega Seiki Mobility) বা ওএসএম।

Omega Seiki

ইলেকট্রিক ভেহিকেল নির্মাতা ওএসএম হাইড্রোজেন টেকনোলজির দুনিয়ায় সদ্য পা রেখেছে। তবে এক্ষেত্রে তারা হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তির ব্যবহার করবে। এই প্রকল্প নিয়ে দুই বছর ধরে কাজ চালু রয়েছে এবং বর্তমানে ফ্রান্সে টেকনোলজিটির উন্নতি সাধন এবং পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম বজায় রেখেছে তারা।সংস্থার প্রতিষ্ঠাতা এবং অধিকর্তা উদয় নারাং বলেছেন, ” এটা এই মুহূর্তে পরীক্ষারত অবস্থায় রয়েছে। আগামী ৩ মাসের মধ্যেই ফ্রান্সে প্রথম প্রদর্শন করা হবে এই গাড়িটির। তার ঠিক ৩ মাসের মাথায় আগামী ডিসেম্বরে ভারতের পদার্পণ করবে এটি।”

যদি সমস্ত পরিকল্পনা সঠিক রাস্তায় রূপায়িত হয় তবে আগামী বছরের মাঝামাঝি সময়েই হাইড্রোজেন ফুয়েল সেল পরিচালিত গাড়ি লঞ্চ করা হতে পারে। সংস্থার সূত্রে জানা গিয়েছে তিন চাকার কার্গো মডেলটি সম্পূর্ণ রিফুয়েল করার পর ৪০০ কিমি পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দিতে পারবে। অর্থাৎ ওমেগার সাধারণ ইলেকট্রিক কার্গো ক্যারিয়েরারে তুলনায় চার গুণ রাইডিং রেঞ্জ দেওয়ার ক্ষমতা থাকবে হাইড্রোজেন ফুয়েল সেলের।

তবে একটি বিষয় স্পষ্ট এই নতুন প্রযুক্তির ব্যাটারি থ্রি-হুইলাররের দাম অনেকটাই বেশি হবে। অনেকেরই ধারণা এক্ষেত্রে প্রায় দ্বিগুণ পরিমাণ টাকা দিতে হবে কোনো গ্রাহককে। যদিও নারাং এর মতে তা কেবলমাত্র ৫০ শতাংশ বেশি। বর্তমানে সংস্থার হাতে থাকা সাধারণ ব্যাটারি যুক্ত তিন চাকার গাড়িগুলি কিনতে মোটামুটি ভাবে ৪ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হয়। তবে ওমেগার কর্ণধারের মতে অতিরিক্ত রাইডিং রেঞ্জ এবং কম চার্জিং এর সময় থাকার জন্যই এই গাড়িগুলি ব্যবহারের খরচ নগণ্য। তাঁর দাবি, সারাদিন ব্যবহার করলেও ২-৩ দিনে একবার চার্জ করার প্রয়োজন হবে আপনার।

শুরুর দিকে এই হাইড্রোজেন ফুয়েল সেল ভেহিকেল কেবলমাত্র ইউরোপের দেশগুলির জন্যই ডেভেলপ করা হয়েছিল। পরবর্তীতে ভারত সরকার দেশে এমন প্রযুক্তি আনার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। উদয় নারাং এই বিষয়ে বলেন, “আমরা এই পদক্ষেপ নিয়েছি তার কারণ ভবিষ্যতে ভারতে হাইড্রোজেন প্রযুক্তির জন্য যথেষ্ট চাহিদা তৈরি হবে।” তাছাড়াও নতুন গাড়ি প্রকল্পে খরচ খানিকটা কমাতেই এবং দেশীয় প্রযুক্তির ওপর ভরসা রাখতেই আইআইটির সাথে হাত মিলিয়েছে ওমেগা।

তবে চিন্তার বিষয় হল ভারতের বিভিন্ন গাড়ি নির্মাতারা হাইড্রোজেন প্রযুক্তি নিয়ে কাজকর্ম শুরু করলেও আমাদের দেশে হাইড্রোজেনের উৎপাদন পরিকাঠামো তেমন ভাবে উন্নত নয়। তবে মোদি সরকার শেষ ঘোষণা করা বাজেটে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের জন্য ১৯,৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে। ওমেগার কর্ণধারের কথায় বেশ কয়েকটি “হাইড্রোজেন ভ্যালি” আগামীতে বিভিন্ন শহরে স্থাপন করা হবে। সেই সব জায়গা থেকেই পর্যাপ্ত হাইড্রোজেন সংগ্রহ করবে তারা।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

10 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago