OSM LUCE E-Scooter Launch Soon

OSM LUCE: মারকাটারি লুকের ই-স্কুটার, ফুল চার্জে 150 কিমি রেঞ্জ, পুজোর আগেই বাজারে আসছে

ভারতের অন্যতম ইলেকট্রিক ভেহকেল স্টার্টআপ ওমেগা সেইকি মোবিলিটি বা ওএসএম (Omega Seiki Mobility) কনজিউমারদের জন্য তাদের প্রথম বৈদ্যুতিক স্কুটার লঞ্চের পরিকল্পনা করছে। যার নাম Omega Luce। বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহারের জন্য ওএসএম পোর্টফোলিওতে রয়েছে বৈদ্যুতিক স্কুটার Mopido। এবারে সংস্থার লক্ষ্য ব্যক্তিগত ব্যবহারের উপযোগী মডেলের দিকে। সব ঠিকঠাক চললে আগামী তিন থেকে চার মাসের মধ্যেই অর্থাৎ উৎসবের মরসুমের আগেই নতুন ব্যাটারি চালিত স্কুটারটি বাজারে হাজির করবে সংস্থা। বাজার ধরতে অন্যান্য মডেলের তুলনায় স্কুটারটির দাম কম রাখা হতে পারে। Omega Luce এর ডিজাইন এমন যে এমন দু’চাকা গাড়ি ভারতে আগে দেখা যায়নি।

ওএসএম আবার ভারতের প্রথম হাইড্রোজেন চালিত রিকশা লঞ্চের চিন্তাভাবনা করছে। যার রেঞ্জ হবে ৪০০ কিলোমিটার। বর্তমানে সংস্থার ঝুলিতে একাধিক বৈদ্যুতিক থ্রি-হুইলার বর্তমান। সংস্থার প্রতিষ্ঠাতা উদয় নারাঙ্গ এক সাক্ষাৎকারে বলেছেন, “ইলেকট্রিক ভেহিকেলটি ওমেগা এবং কোরিয়ান ব্র্যান্ড জে সুং এর সঙ্গে যৌথভাবে তৈরি হচ্ছে।”

Omega Luce : স্পেসিফিকেশন

ওমেগা লিউস ই-স্কুটারের সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ১৪০ কিলোমিটার। সম্পূর্ণ চার্জে এটি ১০০ থেকে ১৫০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি করা হয়েছে। ৫-৬টি ভ্যারিয়েন্ট এবং ৫টি নতুন রঙের বিকল্পে হাজির হবে এটি। ভারতে ওএসএম এর ১৭৮ এর বেশি ডিলারশিপ থেকে স্কুটারটি কেনা যাবে। সংস্থা সূত্র জানানো হয়েছে, গত ছয় থেকে সাত বছর ধরে তারা Luce-এর উন্নয়নে কাজ করে চলেছে। এবারে যেটি পরিবেশবান্ধব যানবাহনের প্রতি সংস্থার প্রতিশ্রুতির সাক্ষ্য হিসাবে আসবে।

Omega Luce : ডিজাইন

ওএসএম-এর প্রতিষ্ঠাতা পূর্বে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “স্কুটারটির ডিজাইনের অনুপ্রেরণা নতুন শক্তি নতুন ভারতবর্ষ থেকে নেওয়া হয়েছে। এটি মূলত তরুণ প্রজন্মকে লক্ষ্য করে আনা হচ্ছে। ভারতীয় ক্রেতাদের জন্য যা একটি বিশ্বমানের পণ্য হতে চলেছে।” প্রসঙ্গত, স্কুটারটির লঞ্চের তারিখ বা নির্দিষ্ট দাম বা অন্যান্য ফিচার সম্পর্কে বিস্তারিত কোনও ধারণা দেওয়া হয়নি।