বাবাকে দেওয়া প্রতিশ্রুতি পালন, 16 লাখ কিমি গাড়ি চালিয়ে নজির ব্যক্তির, নতুন মডেল উপহার দিল কোম্পানি

আমরা আজকের দিনে দাঁড়িয়ে টয়োটার মত নামি সংস্থার কয়েক দশকের পুরনো মডেলকেও রাস্তায় চলতে দেখি। এমনকি এখনও এমন অনেক Toyota Innova কিংবা Qualis এর প্রথম জেনারেশনের কয়েক লক্ষ কিমি চলা মডেলেরও দেখা মেলে হামেশাই। অন্য দিকে, বিশ্বের  অন্যতম জনপ্রিয় গাড়ি নির্মাতা ভলভো। তাদের গাড়িগুলি মূলত যাত্রী সুরক্ষার দিক থেকে অনেক এগিয়ে থাকে। তবে ভলভোর গাড়িগুলির দীর্ঘকাল চলার ব্যাপারে অনেকেই সন্ধিহান থাকেন। তাদের জন্য চমকে দেওয়ার মতো এক খবর প্রকাশ করেছে এক সংবাদমাধ্যম

ওই চ্যানেল কর্তৃক প্রকাশিত ভিডিওতে ভলভো গাড়ির একজন মালিক জিম ওশিয়ার এর কথা বলা হয়েছে, যিনি ১৯৯১ সালে Volvo 740GLE মডেলটি কেনেন। সেই সময় থেকে শুরু করে এই দীর্ঘ ৩০ বছরে গাড়িটি নিয়ে তিনি ১০ লক্ষ মাইল (প্রায় ১৬ লক্ষ কিমি) অতিক্রম করে ফেলেছেন। স্মৃতির সরণী বেয়ে গাড়িটি কেনার সময়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। দীর্ঘ এই মাঝের সময়ে বদলে গেছে চারপাশের সবকিছুই, বদলাইনি শুধু তার এই ভালোবাসার গাড়িটি।

উল্লিখিত ভিডিওতে বলতে শোনা গেছে গাড়িটি কেনার সময় তার বাবার সঙ্গে খানিক বাকবিতন্ডায় জড়িয়েছিলেন জিম। তার বাবার পছন্দের সংস্থা ছিল Ford। কিন্তু Volvo 740 GLE মডেলটির সাধারণ ডিজাইন মুগ্ধ করে জিমকে। বাবাকে প্রতিশ্রুতিও দিয়েছিলেন ১ মিলিয়ন মাইল চালিয়ে ভুল প্রমাণিত করবেন তাঁকে। তার মতে এই গাড়িটি সাধারণ মানুষের পক্ষে মেইনটেইন করা অনেক সহজ। সাধারণ মেকানিক দিয়ে অল্প কিছু রিপেয়ারিং এর মাধ্যমেই একে ঠিক রাখা সম্ভব। যদিও গাড়িটির ৫ লক্ষ মাইল অতিক্রম করার পর তার ইঞ্জিনটি বদলানো হয়। এমনকি বদলাতে হয় এর ট্রান্সমিশন সিস্টেমকেও।

যদিও দীর্ঘ এই সময়ে জিমকে কোনদিন গাড়ি নিয়ে দুর্ঘটনায় পড়তে হয়নি। তবে তার স্ত্রীয়ের ক্ষেত্রে বার কয়েক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে। এর পাশাপাশি বর্তমানে গাড়িটির চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট। বডি প্যানেল হয়েছে জরাজীর্ণ। কিন্তু গাড়িটির প্রতি জিমের ভালোবাসা আজও একই রকম রয়ে গেছে।

উপরন্তু জিমের এই কৃতিত্বকে বাহবা জানিয়েছে Volvo USA। ৩০ বছর আগে যে ডিলারের কাছ থেকে গাড়িটি কেনা হয়েছিল সেই ডিলারের হাত দিয়েই ২০২২ এর একটি নতুন লাক্সারি সেডান Volvo S 60 তাকে গিফট করেছে এই সংস্থা। সাথে ভলভোর সমস্ত সাবস্ক্রিপশন প্যাক দু বছরের জন্য বিনামূল্যে দেওয়া হবে তাকে। এর মধ্যে রয়েছে টায়ার, চাকা, মেনটেনেন্স এবং সব ধরনের ইনসিওরেন্স। স্বাভাবিকভাবেই এই সমস্ত কিছু দেখে প্রচন্ড উচ্ছ্বাসিত জিম।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

31 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

40 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

56 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

1 hour ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

3 hours ago